বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গার হাউসপুর ব্রিজ মোড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালান। এ সময় তিনি স্থানীয় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। প্রচারণাকালে শরীফুজ্জামান শরীফ বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে।”তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”প্রচারণা চলাকালে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছে দেন। স্থানীয় এলাকাবাসীও এ সময় প্রচারণায় উৎসাহ প্রকাশ করেন।আলমডাঙ্গার হাউসপুর ব্রিজ মোড়কে কেন্দ্র করে আশপাশের এলাকায় দিনব্যাপী এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Leave a Reply