1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 11:41 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

বন্ধ হচ্ছে ভারতের আইকনিক পারসি ম্যাগাজিন

  • প্রকাশিত সময় Monday, September 8, 2025
  • 41 বার পড়া হয়েছে

এনএনবি : বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অভিজাত এলাকা ফোর্টে একটি পুরনো, নিও-গথিক ভবনে জীর্ণশীর্ণ এক অফিস, যেখান থেকে বের হচ্ছে ভারতের অন্যতম পুরনো এবং পারসি ম্যাগাজিনের মধ্যে সবচেয়ে খ্যাতনামা- পারসিয়ানা। পারসি সমাজের ইতিহাস, ঐতিহ্য ও ভাবনা লিপিবদ্ধ করতে ১৯৬৪ সালে পেস্তোঁজি ওয়ার্ডেনের হাত ধরে ম্যাগাজিনটির যাত্রা শুরু হয়েছিল; পারসি এ চিকিৎসক চন্দনকাঠের ব্যবসাতেও জড়িত ছিলেন। তখন থেকে একটা সময় পর্যন্ত ক্রমাগত ম্যাগাজিনটির পাঠক ও প্রভাব বেড়েছে। অনেক পারসি বা জরাথুস্ট্রবাদীর কাছে এই ম্যাগাজিন হয়ে উঠেছিল নিজ সম্প্রদায়কে দেখার জানালা। বিশ্বব্যাপী যখন জরাথুস্ট্রবাদীরা সংখ্যায় কমে আসছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন এটি হয়ে উঠেছিল যোগাযোগ, সহযোগিতার অন্যতম মাধ্যমও। এখন অবস্থা পড়তির দিকে। পাঠক কমছে, অর্থের ঘাটতি আছে, ম্যাগাজিনটি চালাবে এমন লোকও নেই। এসবের ধাক্কায় ৬০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে ভারতের এই আইকনিক ম্যাগাজিনটি, জানিয়েছে বিবিসি। পারসিয়ানা বন্ধ হয়ে যাওয়ার খবরে কেবল এর সাবস্ক্রাইবার বা ক্রেতারাই মর্মাহত হয়েছেন এমন নয়, কষ্ট পাচ্ছেন তারাও যারা এর ঐতিহ্য সম্বন্ধে জানেন। “যেন একটি যুগের অবসান। আমরা প্রায়ই মজা করে বলতাম, যদি কেউ পারসিয়ানা সম্বন্ধে না জানে বা এটি নিয়ে উৎসাহের সঙ্গে কথা বলতে না পারে তাহলে তিনি ‘প্রকৃত পারসি’ হতেই পারেন না,” বলেছেন ১৮ বছর বয়সী শিক্ষার্থী সুশান্ত সিং। আগস্টে ম্যাগাজিনটি এক সম্পাদকীয়তে বন্ধ হওয়ার ঘোষণা দেয়; এরপর থেকেই সহমর্মিতার বার্তা যেন উপচে পড়ছে। এর সেপ্টেম্বরের সংখ্যায় মুম্বাইয়ের এক পাঠক লিখেছেন, “আমাদের এই ছোট সম্প্রদায়কে আগ্রহ ও যতেœর সঙ্গে তুলে ধরা যে সম্ভব, তা ভাবাই তো কঠিন। অথচ, পারসিয়ানা মুন্সিয়ানার সঙ্গে সেই দায়িত্ব সামলেছে।” পাকিস্তানে বসবাসকারী আরেক পাঠক লিখেছেন, “ম্যাগাজিনটি ছিল একটি প্রকাশনার চেয়েও বেশি কিছু। এটি ছিল সঙ্গী এবং বিশ্বজুড়ে থাকা জরাথুষ্ট্রবাদীদের মধ্যে সংযোগের সেতু।” ওয়াশিংটনে থাকা এক পাঠক ম্যাগাজিনটির ভূয়সী প্রশংসা করে বলেছেন, এটি কেবল সম্প্রদায়ের সদস্যদের তথ্য দিয়ে সচেতনই রাখেনি বিতর্কিত অনেক বিষয় নিয়ে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিও হাজির করেছে। ম্যাগাজিনটি এখন চালাচ্ছেন ৮০ বছর বয়সী জেহাঙ্গীর পাটেল; ১৯৭৩ সালে মাত্র এক রুপিতে কিনে নেওয়ার সময় থেকেই তিনি চাইতেন পারসিয়ানায় যেন ‘সাংবাদিকতাসুলভ প্রচেষ্টা’ থাকে।
ওয়ার্ডেনের হাত ধরে যখন চালু হয়েছিল, তখন পারসিয়ানা ছিল মাসিক। এতে পারসিদের লেখা নানান নিবন্ধ আর ওয়ার্ডেনের চিকিৎসা সংক্রান্ত লেখা থাকতো।
ভার নেওয়ার পর জেহাঙ্গীর পাটেল একে পরিণত করেন পাক্ষিক ম্যাগাজিনে, ছাপা শুরু হয় প্রতিবেদনধর্মী নিবন্ধ, তীক্ষè কলাম ও অলঙ্করণ, যেখানে নানান সংবেদনশীল পারসি ইস্যুগুলোকে সততা ও হাস্যরসের সঙ্গে তুলে ধরা হত। তিনি অনেক সাংবাদিক নিয়োগ দেন, অনেককে প্রশিক্ষিত করেও গড়ে তোলেন। সাবস্ক্রিপশনভিত্তিক বিক্রির পদ্ধতি গড়ে তোলেন এবং সাদা-কালো ম্যাগাজিনটিকে করেন রঙিন।
জেহাঙ্গীরের মনে পড়ে, ম্যাগাজিনের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ ছিল জরাথুস্ট্রবাদীদের মধ্যে বিবাহবিচ্ছেদের উচ্চহার নিয়ে। “কেউই পারসিয়ানায় এমন কিছু পড়ার প্রত্যাশা করেনি। সম্প্রদায়কে এটি বেশ নাড়িয়ে দিয়েছিল,” বলেন তিনি।
১৯৮৭ সালে আন্তঃধর্মীয় বিয়ের বিজ্ঞাপন ছেপেও সাড়া ফেলে দেন তারা। নিজেদের ধর্মের মধ্যে বিয়ে নিয়ে কঠোর একটি সম্প্রদায়ের ক্ষেত্রে এটি ছিল বেশ সাহসী এক পদক্ষেপই। “ওই ঘটনা পারসিদের মধ্যে তোলপাড় লাগিয়েছিল। অনেক পাঠকই এমন চর্চা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে আমাদের কাছে লিখেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি,” বলেছেন জেহাঙ্গীর। তিনি বলেন, পারসিয়ানা কখনো বিতর্কের ভয়ে পিছু হটেনি, উল্টো যে কোনো বিষয়ের ক্ষেত্রে নানামুখী দৃষ্টিভঙ্গি হাজির করার চেষ্টা করেছে।
বছরের পর বছর ধরে তারা পারসিদের সংখ্যা কমে আসা এবং তারা যেখানে মৃতদেহ সমাহিত করে সেই টাওয়ার অব সাইলেন্স ব্যবহার কমে আসাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে আসছে। এই জার্নালটিতে সম্প্রদায়ের অর্জন, গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং নিত্যনতুন পারসি প্রতিষ্ঠানের বিস্তারিতও ছাপা হয়েছে। মে মাসে পারসিয়ানা মুম্বাইয়ে আলপাইওয়ালা জাদুঘরের উদ্বোধনও কভার করেছে। এটিই এখন বিশ্বে পারসিদের একমাত্র জাদুঘর। ১৫ সদস্যের যে দলটি পারসিয়ানা চালায়, তারা এখন ম্যাগাজিন এবং তাদের সাংবাদিক জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন। এদের অনেকের বয়স এখন ৬০ কিংবা ৭০-এর ঘরে, জেহাঙ্গীরের অধীনে তারা ম্যাগাজিনটিতে যুক্ত হয়েছিলেন। “কষ্টের পাশাপাশি ক্লান্তির একটা অনুভূতিও আছে। আমরা অনেক অনেকদিন ধরে এ কাজ করে আসছি,” বলেন জেহাঙ্গীর। পুরনো সব সংখ্যায় ঠাসা অফিসটিরও বয়স হয়েছে, দেয়ালের ফ্যাকাসে রঙ আর ভাঙাচোরা ছাদ সেই সাক্ষ্যই দিচ্ছে। অফিসটি জায়গা পেয়েছিল পুরনো একটি পারসি হাসপাতালে, চার দশক ধরে যে ভবন অবহেলিতভাবে পড়ে আছে। জেহাঙ্গীর জানিয়েছেন, অফিসে শেষদিন এলাহি কোনো আয়োজনের পরিকল্পনা নেই তাদের। তবে সামনের সংখ্যাগুলোতে তারা পারসিয়ানার দীর্ঘ যাত্রা ও ঐতিহ্যকে তুলে আনতে চান। দল হিসেবে শেষদিন হয়তো তারা অফিসে দুপুরের খাবার খাবেন। থাকবে না কেক, বা কোনো উদযাপন। “মুহূর্তটা দুঃখের। উদযাপনের মতো অনুভূতি থাকবে বলে আমার মনে হয় না,” বলেছেন জেহাঙ্গীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640