কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে হওয়া এটি মামলার মূল আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পরিষদ বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আসামি মিন্টুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে বেআইনিভাবে চাঁদার দাবিতে পথরোধ করে মারধর করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে, যার কারণে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। গেল মাসের ১২ আগষ্ট দিবাগত রাতে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছি গ্রামের রহমত মন্ডলের ছেলে রনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিন্টু সহ আরোও ৮-১০ জন মারধোর করে। পরে রহমত মন্ডল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা স্থানীয় বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীমের অনুসারী হিসেবে পরিচিত। তাদের নেতৃত্বে পরিকল্পিতভাবে পুলিশের কাছ থেকে মিন্টুকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এঘটনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, উপজেলা বাজার এলাকায় আসামিকে আটক করার সময় আমরা হাতকড়া পরাতে গেলে সে পালিয়ে যায়। এ সময় তাকে আসামি ছিনিয়ে নেওয়ার হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি উল্টো প্রতিবেদকের কাছে জানতে চান, আপনি এই তথ্য কোথায় পেলেন? পরে তিনি প্রতিবেদককে থানায় চায়ের আমন্ত্রণ জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আসামি ধরার সময় সে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। আসামি ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
Leave a Reply