এনএনবি : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশের কাছে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি মানুষ। মঙ্গলবার রাতে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)-এর শত শত সদস্য প্রয়াত মুখ্যমন্ত্রী আতাউল্লাহ মেঙ্গলের স্মরণে আয়োজিত সমাবেশে অংশ নিতে কোয়েটার স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। সে সময় পার্কিং এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক কর্তৃপক্ষ বুধবার নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হওয়ার কথা জানায়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকড় স্থানীয় গণমাধ্যম জিও নিউজ-কে বলেন, রাতে নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাকারী সমাবেশস্থলে ঢুকতে পারেনি। অন্যথায় হতাহতের সংখ্যা আরও ভয়াবহ হত বলে সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি কর্মকর্তা হামজা শফকত। তিনি জানান, সমাবেশের নিরাপত্তায় ১২০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি সমাবেশকে লক্ষ্য করে হামলা বেলুচিস্তানে অস্থিতিশীলতা ছড়াতে জঙ্গিদের “ষড়যন্ত্রের জঘন্য প্রমাণ”। বিস্ফোরণে আহত বিএনপি নেতা আহমেদ নওয়াজ বিবিসি উর্দুকে জানান, বিস্ফোরণটি সমাবেশস্থল থেকে প্রায় ২০০ ফুট দূরে ঘটে।
প্রত্যক্ষদর্শী জামান বেলুচ বলেন, তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দ শোনেন এবং পরে দেখেন চারদিকে মানুষ ছিটকে পড়ে আছে, সবাই আতঙ্কে চিৎকার করছে। আইএস ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিয়মিত হামলায় বেলুচিস্তানে বহু বছর ধরেই অস্থিরতা বিরাজ করছে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনের আগের দিন বেলুচিস্তানের নির্বাচন কার্যালয়ে হামলা চালিয়ে ২০ জনের বেশি মানুষকে হত্যা করে আইএস। আহত হয় আরও অনেকে।
গতবছর নভেম্বরে কোয়েটার একটি রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন আরও ২০ জনের বেশি। সে হামলার দায় নেয় বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। চলতি বছরের মার্চে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা একটি ট্রেন ছিনতাই করে ৪০০-রও বেশি যাত্রীকে জিম্মি করে সরকারের ওপর বালুচ রাজনৈতিক বন্দিদের মুক্তির দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
Leave a Reply