কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন লুৎফর রহমান। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিন বাবু।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল মজিদ।কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ৭৭৫ জন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। এর আগে সকাল ১১ টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালেতালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফলাফলের তথ্যনুযায়ী,গরুর গাড়ী মার্কায় প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজুর রহমান ছাতা মার্কায় ভোট পেয়েছেন ২২৭টি। মই মার্কা প্রতীকে ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাতিল মাহামুদ মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৭০ ভোট। এছাড়াও হরিণ প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম ( জিলাল)।নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল মজিদ বলেন,সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনু্ষ্িঠত হয়েছে।এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার নাগরিক িেটলভিশনকে বলেন,গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন ভোটাররা। নতুন কমিটি সকল বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন।
Leave a Reply