দৌলতপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী প্রজন্মদল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ বিল্লাল হোসেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম।
কর্মসূচিতে প্রায় ৩০০ জনের ব্লাড গ্রুপিং সম্পন্ন করা হয়। এছাড়া সংগৃহীত ২০ ব্যাগ রক্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দৌলতপুর জাতীয়তাবাদী প্রজন্মদলের নেতা কর্মীরা।
Leave a Reply