ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ বাংলাদেশের মধ্যে সেরা ব্যাংকের স্বীকৃতি পেলো রুপালী ব্যাংকের ভেড়ামারা শাখা। ব্যাংকের সুযোগ্য ম্যানেজার আমিরুল ইসলামের নিরলস প্রচেষ্টার ফসল হিসাবে ভেড়ামারা শাখা এই স্বীকৃতি অর্জন করলো। দেশ সেরা ১০টি ব্যাংকের মধ্যে ভেড়ামারার রুপালী ব্যাংক এখন পঞ্চম। স্বীকৃতি স্বরুপ পেলো বিজনেস টার্গেট এ্যাচিভমেন্ট ২০২৪। ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকরা এই কৃতিত্বের জন্য ব্যাংকের ম্যানেজার আমিরুল ইসলাম’র দৃঢ়তা এবং সততার প্রশংসা করেছেন।
ভেড়ামারা শাখার ম্যানেজার হিসাবে আমিরুল ইসলাম যোগদান করেন ২০২৪ সালের ৮ এপ্রিল। তিনি ব্যাংকের এসপিও পদবীতে কর্মরত। যোগদান করেই ভেড়ামারা শাখাকে আরো আধুনিক এবং গ্রাহক সেবার মান উন্নয়নের চ্যালেঞ্জ’র মুখে পড়েন। দৃঢ়তা, সততা এবং কর্ম দক্ষতার কারনে মাত্র ৮ মাসেই ব্যাংকটিকে নিয়ে যান সর্বোচ্চ সাফল্যের চুঁড়ায়। ব্যাংক ম্যানেজার’র সর্বাত্বক প্রচেষ্টায় ২০২৪ সালের সেরা ব্যাংকের তালিকায় নিয়ে যান ভেড়ামারা শাখাকে। ব্যাংক সূত্র জানায়, রুপালী ব্যাংকের ভেড়ামারা শাখাকে দেশ সেরা ব্যাংক হতে গিয়ে ব্যাংকের ১২টি ক্যাটাগরিতে উত্তীর্ন হতে হয়েছে। তবেই অর্জন করেছে দেশ সেরা ১০ টি ব্যাংকের মধ্যে ৫ম স্থান। অসামান্য এই কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ ভেড়ামারা রুপালী ব্যাংক পেয়েছে বিজনেস টার্গেট এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড’২০২৪।
Leave a Reply