দৌলতপুর প্রতিনিধি ॥ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আমি দৌলতপুরের সন্তান, আমি দৌলতপুরের মানুষের জন্য কাজ করতে চাই। আমি দৌলতপুরবাসীকে একটি উন্নয়নের মডেল হিসেবে দাড় করাতে চাই। আমি দৌলতপুরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসেবে দাড় করাতে চাই। আর এজন্য দৌলতপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং দৌলতপুরের মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে দল যদি আমাকে সমর্থন দেয় ইনশাল্লাহ দৌলতপুরবাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো। ফেস্টুন ছিড়ে ফেলা প্রসঙ্গে জুয়েল বলেন, এটি অত্যন্ত হীনমন্য একটি কাজ। বিগত ১৭ বছর মাফিয়া ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে এমন কাজ করা হতো, বিএনপি’র মিছিল আসলে বাঁধা দেয়ার চেষ্টা করা হতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোষ্টার তারা কোথাও লাগাতে দেয়নি এবং লাগালেও রাতের আধাঁরে ছিড়ে ফেলেছে। ঠিক তেমনিভাবে দৌলতপুরে লক্ষ্য করলাম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুনগুলো লাগানো হয়েছে ঠিক রাতের আধাঁরে আওয়ামী দোসাররা সেই ব্যানার ফেস্টুনগুলো ছিড়ে ফেলছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হাসিনার মতো যদি পথ অবলম্বন করেন এদেশের মানুষও কিন্তু হাসিনার পথ অবলম্বন করাতে বাধ্য করবে আপনাদের। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেওয়ার আগে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচনে ফ্যাসিষ্ট বিরোধী শক্তি যারা তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতদ দল যারা ডাকসু’র নির্বাচনে অংশ গ্রহণ করছে তারা নির্বাচনকে বানচাল করার জন্য একেক সময় প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু’র নির্বাচন যেকোন মূল্যে হওয়ার পক্ষে আছে। ডাকসু’র নির্বাচন হতে হবে এবং ডাকসু’র নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের মানুষের শত্রু, তারা গণমানুষের শত্রু। পরে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে একটি বিশাল ও বর্নাঢ্য র্যালি দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুল মাঠ থেকে বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
Leave a Reply