কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার চুরির অভিযোগে এক কিশোরকে (১৫) মারধর এবং স্যোসাল মিডিয়ায় ভিডিও ভাইরালের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। গত সোমবার বিকেলে কুমারখালী থানায় ওই কিশোরের মা এবং প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রবাসীর স্ত্রী মোছা. রুমা খাতুনকে(৩৫) গ্রেপ্তার করে এবং কিশোরকে পুলিশ হেফাজতে নিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত প্রবাসীর নাম মো. মাজেদ প্রামাণিক (৪২)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার নিজাম প্রামাণিকের ছেলে এবং সৌদিআরব প্রবাসী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৩ আগষ্ট প্রবাসী মাজেদের ছেলের সুন্নতে খাৎনা অন্ষ্ঠুান ছিল। অন্ষ্ঠুানে মাজেদের স্ত্রী রুমা খাতুনের প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরির অপবাদে ১৮ আগষ্ট সন্ধায় নিজবাড়ি থেকে ওই কিশোরকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করে মাজেদ ও তার লোকজন। এঘটনার পরদিন সজিবকে ছেড়ে দেন তারা। এরপর ২৩ আগষ্ট কিশোরের বাড়িতে গিয়ে ফের তাকে লাঠি দিয়ে ব্যাপক পিটিয়ে লাঠি ভেঙে ফেলেন মাজেদ। ২৯ আগষ্ট কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন কিশোরের মা। পরে মাজেদের পক্ষ থেকে পাল্টাপাল্টি একটি অভিযোগ দেওয়া হয়। এরইমধ্যে গত সোমবার সকাল থেকে মারধরের একটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়। এরপর বিকেলে প্রবাসী মাজেদ, তার স্ত্রী রুমা খাতুন, ওই কিশোরোর মা, দাদীসহ বেশ কয়েকজন কুমারখালী থানায় যান। গেলে, পুলিশ মামলা রুজুর কথা বললে স্ত্রীকে রেখে সটকে পড়েন প্রবাসী মাজেদ। তখন পুলিশ ওই কিশোরকে হেফাজতে এবং প্রবাসীর স্ত্রীকে আটক করে। পরে পাল্টাপাল্টি মামলা হলে স্ত্রীকে গ্রপ্তার দেখিয়ে এবং কিশোরকে হেফাজতে নিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার বিকেলে উভয়পক্ষ মিলতালের জন্য থানায় এসেছিল। সেসময় পুলিশ মামলার কথা বললে প্রবাসী মাজেদ স্ত্রীকে থানায় রেখে সটকে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে থানা চত্বরে গিয়ে দেখা যায়, উভয়পক্ষের স্বজনরা থানায় ঘুরাফেরা করছেন। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পুলিশ ভ্যানে করে এক নারী ও কিশোরকে আদালতে নেওয়া হচ্ছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কথা বলে প্রতিবেদককে চিত্র ধারণ করতে দেয়নি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওই কিশোরের মা বলেন, , মিথ্যা চুরির অপবাদ দিয়ে ছেলেকে মাজেদ ও তার লোকজন কয়েক দফা মারধর করেছে। আমাকেও গলাচেপে ধরে মারেছে। আবার মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমি ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই। তবে অভিযুক্ত মাজেদ প্রামাণিক পলাতক থাকায় এবং ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করা শর্তে মাজেদের কয়েকজন স্বজন বলেন, এরা কেউ আসামি নয়। ছবি তোলা লাগবে না। উভয়পক্ষই আত্মীয়। পরে মিলতাল করে নেওয়া হবে। স্ত্রীকে রেখে প্রবাসীর পালানোর ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মারধর ও চুরির অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলায় এক নারীকে গ্রেপ্তার এবং এক কিশোরকে হেফাজতে নিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply