কাগজ প্রতিবেদক ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌর সভার বিজয় উল্লাস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলার গ্রাম ও শহরের কয়শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে দৃষ্টি নন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে অংশ নেয় তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ, সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ফুহাদ রেজা ফাহিম, শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply