ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ জমকালে আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল সোমবার সকাল ১১টায় দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় আলোচনা ও কেক কাটা উৎসবের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ’র সার্বিক পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের কো-চেয়ারম্যান ও ভেড়ামারা আলহেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, দৈনিক গোয়েন্দা সংবাদ’র প্রতিনিধি মোহন ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা অংশনেন। এসময় কেক কেটে উৎসব শুরু করেন অতিথিরা। পরে বিদ্যালয়ের এক্সট্রা কারিকুলাম হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ,গান, কবিতা আবৃতি ও নাটক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ৯ বছরের অর্জন এবং ১০ বছরে পর্দাপনে উৎসব আরো বর্নিল হোক এবং ভেড়ামারার মুখ কে আলোকিত করার প্রত্যায় ব্যাক্ত করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, প্রতিভা মডেল একাডেমী স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ মুহাঃ তৌহিদুল ইসলাম আলম।
Leave a Reply