আপনাদের সকলের সহযোগীতায় এ জেলার সর্বস্তরের মানুষের সেবা করতে চাইঃ আবু হাসনাত মোহাম্মদ আরেফিন
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, সরকারী কর্মকর্তা, কর্মচারীরা হচ্ছেন প্রজাতন্ত্রের সেবক। বর্তমান সরকার তৃণমুল মানুষের সরকার। তাই প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের জনবান্ধব হতে হবে। তিনি বলেন, অপার সম্ভাবনার জেলা কুষ্টিয়া। এখানকার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি দেশের একটি মডেল। গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে আয়োজিত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, কুষ্টিয়ার অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো। এখানে থেকে সাধারণ মানুষের সেবায় এগিয়ে যাওয়া খুব সহজ। তিনি বলেন, আপন দের সকলের সহযোগীতায় এ জেলার সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। এ সময় তিনি জেলা প্রশাসন এর বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের খোঁজ খবর নেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গির আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
Leave a Reply