বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সামনে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই মালামালসহ ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত যেকোনো সময়ে বকশিপুর গ্রামের ফিরোজ আলীর মালিকানাধীন দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এসময় দোকান থেকে একটি মাইক্রোফোন, একটি কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, মোবাইল ফোনের ব্যাটারি, চার্জার, হেডফোন, বিভিন্ন কোম্পানির ৮টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং নগদ ১৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) নুর ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩১ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মোঃ ইয়ামিন আলী (২০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার কাছ থেকে চুরি যাওয়া একটি মাইক্রোফোন, একটি কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, ২৬টি মোবাইল ব্যাটারি, ৫টি চার্জার, ৫টি হেডফোন, ৫টি মোবাইল ফোনসহ চুরিতে ব্যবহৃত দুইটি হেক্স ব্লেড, একটি স্ক্রু ড্রাইভার ও একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply