1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:38 am

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত সময় Saturday, August 30, 2025
  • 66 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥“সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি আয়োজিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র উপদেষ্টা ও কুষ্টিয়া আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র উপদেষ্টা আবু বকর সিদ্দীক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী এবং নিসচা কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ। কর্মসুচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন, সদস্য মীর আব্দুর রাজ্জাক, কৃষকদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু প্রমুখ।প্রধান অতিথি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অগণিত প্রাণহানি ঘটছে। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, বরং অনেক পরিবারের স্বপ্ন ও সুখ-শান্তি ধ্বংস করছে। তাই দুর্ঘটনা রোধে জনসচেতনতার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। বক্তারা বলেন, “সবাই মিলে সচেতন হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। নিয়ম মেনে গাড়ি চালালে এবং ট্রাফিক আইন মানলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফরহাদ হাসান সুমন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মাহফুজ্জামান তিতাস, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মাহামুদ আল হাফিজ অভি, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম রিপন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মিথুন আলী, যুব সম্পাদক সানজান ইসলাম প্রেম, কার্যকরী সদস্য খন্দকার সোহেল টানু প্রমুখ।এ পথসভা ও সচেতনতামূলক কর্মসূচি সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে প্রশংসিত হয়েছে। বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানান। পথসভা শেষে নিসচা’র পক্ষ থেকে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক দূঘটনা রোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640