1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:26 am

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, আগুন

  • প্রকাশিত সময় Saturday, August 30, 2025
  • 59 বার পড়া হয়েছে

এনএনবি : আগের দিনের সংঘর্ষের জেরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলের কার্যালয়ে একদল ব্যক্তি এ হামলা চালায়। তারা বাইরে থেকে কার্যালয় ভাঙচুর করে। এর কিছু সময় পর সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকতে দেখা যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হামলার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের জলকামান দিয়ে আগুন নেভানো হয়। এ হামলার জন্য জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন। তার অভিযোগ, “গতকালের (শুক্রবার) ঘটনার জের ধরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন ও ভাঙচুর চালাচ্ছে।” এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “একা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।” রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “ওদের (গণ অধিকার পরিষদের) একটা কর্মসূচি ছিল, কর্মসূচি শেষে ওরা আগুন দিয়েছিল। পরে আমরা তাদের সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশ শান্ত।” শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিলের কর্মসূচি শেষে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে। এসময় দলের সভাপতি নুরুল হক নুর লাঠিপেটায় গুরুতর আহত হন। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640