এনএনবি : গাজায় যুদ্ধকে সুস্পষ্টভাবে ‘চলমান গণহত্যা’ আখ্যা দিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রধান ফলকার টুর্ককে অনুরোধ করেছেন সংস্থাটির কয়েকশ কর্মী। এ সংক্রান্ত একটি চিঠি বার্তা সংস্থা রয়টার্স দেখেছে। বুধবার পাঠানো ওই চিঠিতে ওএইচসিএইচআরের কর্মীরা বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের মাত্রা, পরিসর ও প্রকৃতি যতখানি নথিভুক্ত হয়েছে তাতেই গাজায় প্রায় দুই বছরব্যাপী চলা ইসরায়েল-হামাস যুদ্ধে গণহত্যার সব আইনি মানদ- পূরণ হয়েছে বলে তারা মনে করছেন। “গণহত্যা সংক্রান্ত কার্যকলাপের নিন্দা জানানো ওএইচসিএইচআরের শক্তিশালী আইনি ও নৈতিক দায়িত্ব,” ৫ শতাধিক কর্মীর পক্ষে চিঠিতে স্বাক্ষরকারী স্টাফ কমিটি টুর্ককে এ বিষয়ে ‘স্পষ্ট ও প্রকাশ্য’ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এমনটাই বলেছেন। “চলমান গণহত্যাকে নিন্দা না জানালে জাতিসংঘের পাশাপাশি মানবাধিকার কাঠামোর বিশ্বাসযোগ্যতাও ক্ষুণœ হবে,” বলেছেন কর্মীরা। চিঠিতে তারা ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাটির নৈতিক ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন। তাদের এ চিঠির বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
ইসরায়েল বারবারই গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করার পর আত্মরক্ষার তাগিদেই তারা সামরিক অভিযান চালাচ্ছে। তাদের এই পাল্টা অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হিসাব গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ভূখ-টির একাংশে দুর্ভিক্ষও দেখা দিয়েছে, বলছে অনাহার পর্যবেক্ষণকারী একাধিক বৈশ্বিক সংস্থা। জেনিভাভিত্তিক ওএইচসিএইচআর প্রতিষ্ঠিত ১৯৯৩ সালে। এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী মানবাধিকারের পক্ষে প্রচার ও এ অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। অস্ট্রিয়ান আইনজীবী টুর্ক কয়েক দশক ধরে জাতিসংঘে কাজ করছেন; তার অধীনে ওএইচসিএইচআরে এখন প্রায় দুই হাজার লোক কাজ করেন। তাদের এক চতুর্থাংশই এখন গাজার ঘটনাকে প্রাতিষ্ঠানিকভাবে ‘গণহত্যার’ দৃষ্টিতে দেখতে চাপ দিচ্ছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংস্থা এরই মধ্যে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজও একই অভিযোগ হাজির করেছেন। তবে জাতিসংঘ এখনও প্রতিষ্ঠান হিসেবে এই অবস্থান নেয়নি। জাতিসংঘ কর্মকর্তারা এর আগে বলেছিলেন, গণহত্যা নির্ধারণের এখতিয়ার কেবল আন্তর্জাতিক আদালতগুলোর। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করেছে। তবে মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়নি, তাছাড়া এ ধরনের বিচার কাজ শেষ হতে হতে কয়েক বছর লেগে যেতে পারে।
Leave a Reply