আলমডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি কুষ্টিয়ার কাগজ’র প্রতিনিধি বশিরুল আলম, দৈনিক স্পন্দনের রুনু খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত
আলমডাঙ্গা ব্যুরো ॥ সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলমডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার কাগজ’র আলমডাঙ্গা ব্যুারো প্রধান বশিরুল আলম সভাপতি এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি রুনু খন্দকার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সহ-সভাপতি: সৈয়দ সাজেদুল হক মনি, রিফাজ্জেল হোসেন ও কে এ মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়ার কাগজ’র আলমডাঙ্গা প্রতিনিধি মীর ফাহিম ফয়সাল, কাইরুল ইসলাম মামুন ও সাহাবুল হক, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি হাসিবুল হোসেন কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক: জাফর জুয়েল, দপ্তর সম্পাদক: এস এম বিপ্লব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ রুহুল আমিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক, লাল্টু রহমান, ক্রীড়া সম্পাদক: মোঃ মহসীনুজ্জামান চাঁদ, সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক: গোলাম রহমান, প্রচার সম্পাদক: আব্দুর রাজ্জাক ফারাজি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, রাশেদ ও মাহফুজ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হারদী এম এস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক। নির্ধারিত সময় শেষে দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার বসু,আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, (ওসি তদন্ত) আজগার আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান শাওন। এছাড়াও নির্বাচনী পরিবেশ সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম,উপজেলা জামাতের আমির শফিউল আলম বকুল, সেক্রেটারী মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয?ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান প্রমুখ।
Leave a Reply