কাগজ প্রতিবেদক ॥ রাজধানীতে বাংলাদেশ গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শুক্রবার (২৯ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের থানা মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের করে দলের নেতাকর্মীরা। জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর নেতৃত্বে মিছিলটি মজমপুর গেটে এসে অবস্থান নেয়। ঘন্টাব্যাপী মজমপুর রেল গেট লাইন ফেলে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধকারীরা। এতে ভোগান্তি পোহাতে হয় ঢাকা-রাজশাহীসহ কয়েক জেলার রাতের যাত্রীদের।
এ সময় জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, রাজধানীর কাকরাইলে গনঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টি (জাপা) এর লোকজন বিনা উস্কানিতে আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে আমাদের নেতা ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানসহ অন্যান্য নেতাকর্মী আহত হয়। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে বিক্ষোভকারীরা শ্লোগান দেন, ভিপি নুরের উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, প্রশাসনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। ফ্যাসিস আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাপার নিবন্ধন বাতিল করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে জেলা গনঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুষ্টিয়া পৌর গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু, জেলা গনঅধিকার পরিষদের আহবায়ক জিলহজ্ব, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন, কুমারখালি উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি রয়েল।
Leave a Reply