এনএনবি : তিন দাবিতে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যুমনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুড়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
রাজধানীর শাহবাগ মোড়ে ঘণ্টাখানেক অবস্থানের পর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয়।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসার পর ওই মিছিল পুলিশ আটকে দেয়। এক পর্যায়ে সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এরপর ফের শিক্ষার্থীরা যমুনার দিকে আগাতে শুরু করলে তাদের উপরে জলকামান থেকে পানি ছোড়ে পুলিশ। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এখন সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা শাহবাগের দিকে পিছে হটেছেন। এখনো কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে।
এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসাবে বুধবার বেলা ১১টার দিকে তারা শাহবাগের প্রধান সড়কে অবস্থান নেন। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় ও আশপাশের সড়কগুলোয় যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা।
বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থী আরমান হোসেন বলেছিলনে দুপুর নাগাদ তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করবেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হল-
* নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
* দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে। সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা।
* শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবে তারাই যেন প্রকৌশল (ইঞ্জিনিয়ার) লিখতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।
এর আগে মঙ্গলবার বেলা ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শিক্ষার্থীসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে মিছিল করে ও বিভিন্ন দাবিতে স্লোগান দিতে শুরু করে।
আগের দিন রোববার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে তারা তিন ঘণ্টা বিক্ষোভ করে ফিরে যান।
Leave a Reply