এনএনবি : যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেইন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নতুন বন্দি বিনিময় করেছে, জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেইনের প্রেসিডেন্ট। রোববার ১৪৬ জন করে যুদ্ধবন্দি বিনিময় করা হয়েছে বলে উভয়পক্ষ নিশ্চিত করেছে, জানিয়েছে রয়টার্স। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, “২৪ অগাস্ট, ১৪৬ জন রুশ সেনা ফিরে এসেছে। তাদের বিনিময়ে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর ১৪৬ বন্দিকে ফেরত দেওয়া হয়েছে।” মন্ত্রণালয়টি জানিয়েছে, মুক্তি পাওয়া এসব রুশরা এখন বেলারুশে আছেন, সেখানে তাদের শারীরিক ও মানসিক চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। রাশিয়া জানিয়েছে, এই বন্দি বিনিময়ের অংশ হিসেবে রুশ ফেডারেশনের কুর্স্ক অঞ্চলের আট বাসিন্দাকেও মুক্তি দেওয়া হয়েছে, যাদের ‘অবৈধভাবে আটক’ করা হয়েছিল। রাশিয়ার কুস্র্ক অঞ্চলটি ইউক্রেইনের সীমান্ত ঘেঁষা। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি টেলিগ্রাম অ্যাপে বন্দি বিনিময় হয়েছে বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি। জেলেনস্কি তার পোস্টে মুক্তি পাওয়া ইউক্রেইনীয়দের হাসিমুখের ছবি দিয়ে জানিয়েছেন, তাদের অধিকাংশই ২০২২ থেকে রাশিয়ায় বন্দি ছিল। ওই বছরের ফেব্রুয়ারিতেই রাশিয়া তার প্রতিবেশী দেশটির ওপর আক্রমণ শুরু করেছিল। এই বন্দি বিনিময় সফল করার জন্য জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাতকে ‘ধন্যবাদ’ জানান। ইউক্রেইনের সামরিক বাহিনী একটি বিবৃতি দিয়ে উভয়পক্ষ থেকে ১৪৬ জন করে বন্দি বিনিময়ের কথা নিশ্চিত করেছে। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে মে থেকে জুলাই পর্যন্ত চলা তিন পর্বের আলোচনার একমাত্র বাস্তব ফল হল এই বন্দি বিনিময়। ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে সহযোগিতার যে অল্প কয়েকটি ক্ষেত্র আছে তার মধ্যে এটি একটি।
Leave a Reply