কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর দক্ষিণপাড়া -উত্তরপাড়া এবং চাষী ক্লাব পাড়া মাঠে কিছু পাখি শিকারী চক্র নিয়মিত জাল ফেলে পাখি শিকার করে আসছিল। ওই শিকারীরা প্রতিদিন গড়ে ৩০-৪০ পিচ ঘুঘু পাখি শিকার করে প্রতি পিচ ২০-২৫ টাকা করে বিক্রি করে। আজ মঙ্গলবার খাজানগর দক্ষিণ পাড়া মাঠে পাখি শিকারী ঘুঘু পাখি শিকার করছে এমন এমন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হন ঝধভব কযধলধহধমধৎ ঋড়ঁহফধঃরড়হ এর সদস্যরা। তারা পাখি শিকারের জাল ও ছয়টি (০৬) ঘুঘু পাখি উদ্ধার করে। পাখি শিকারীরা আর পাখি শিকার করবে না এই শর্তে তাদের ছেড়ে দেন। পরবর্তীতে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ঘুঘু পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply