এনএনবি : রাশিয়ার ভেতরে লক্ষ্যস্থলগুলোতে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের নির্মিত দীর্ঘ পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস (এটিএসিএমএস) ব্যবহার করার ক্ষেত্রে ইউক্রেইনকে বাধা দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে শনিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, পেন্টাগন বাধা দেওয়ার এ কাজটি ‘নিঃশব্দে’ সারছে। এর ফলে মস্কোর আক্রমণের বিরুদ্ধে কিইভের এসব অস্ত্র ব্যবহারের ক্ষমতা সীমিত হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ওই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রইন যুদ্ধ থামাতে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করতে না পারার জন্য প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন। তার মধ্যেই এ খবরটি সামনে এল। এই যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্গে শীর্ষ বৈঠক করার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন, কিন্তু লক্ষণযোগ্য কোনো ফল লাভে ব্যর্থ হন। হতাশ ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি রাশিয়ার ওপর ফের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন অথবা বিকল্প হিসেবে এই শান্তি প্রক্রিয়া থেকে বের হয়ে যাবেন। “আমরা কী করবো আর কী হবে তা নিয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হবে। আর সেটি ব্যাপক নিষেধাজ্ঞা হবে, না ব্যাপক শুল্ক হবে না দুটোই হবে অথবা আমরা কিছুই করবো না আর বলব, এটি তোমাদের যুদ্ধ,” বলেছেন ট্রাম্প। ট্রাম্প আশা করেছিলেন, তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবেন; কিন্তু সেটিও কঠিন বলে প্রমাণিত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার এনবিসি নিউজকে বলেছেন যে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো এজেন্ডা নেই। তিনি বলেন, “একটি শীর্ষ বৈঠকের জন্য এজেন্ডাটি তৈরি হলেই পুতিন জেলেনস্কির সঙ্গে বসতে প্রস্তুত আছেন। কিন্তু এজেন্ডাটি মোটেও প্রস্তুত নেই।” তাই এখন কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউজ যখন পুতিনকে শান্তি আলোচনায় যোগদানের জন্য রাজি করানোর চেষ্টা করছিল, তখন পেন্টাগনে একটি অনুমোদন প্রক্রিয়া চালু করে ইউক্রেইনকে রাশিয়ার গভীরে আঘাত হানা থেকে বিরত রাখে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। ইউক্রেইনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জার্নাল জানিয়েছে। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তর বা তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাপ্তরিক সময়ের বাইরে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। হোয়াইট হাউজ ও পেন্টাগনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ সাড়া দেয়নি।
Leave a Reply