এনএনবি : বিহারের পূর্ণিয়ায় ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালে এক ব্যক্তি মোটর সাইকেলে থাকা রাহুল গান্ধীকে কয়েক সেকেন্ড জড়িয়ে ধরে চলে যাওয়ার সময় কংগ্রেস নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী তাকে টেনে ধরে চড় মারেন ও ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রোববারের এ ঘটনার ভিডিও এরই মধ্যে ভারতজুড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে; তুমুল আলোচনা-সমালোচনাও চলছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। রাষ্ট্রীয় জনতা দলের (আরজিডি) নেতা তেজস্বী যাদবও রাহুলের সঙ্গেই ওই রোড শো-তে ছিলেন। হুট করে এসে জড়িয়ে ধরার ঘটনায় রাহুলের কিছু হয়নি।
ঘটনার যে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাহুলের কাছে এসে তাকে পাশ থেকে জড়িয়ে ধরেন, সেসময় রাহুল মোটর সাইকেল চালাচ্ছিলেন।
তৎক্ষণাৎ পেছনের মোটর সাইকেল থেকে রাহুলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী নেমে ওই ব্যক্তির দিকে তেড়ে যান। তা দেখতে পেয়ে ব্যক্তিটি রাহুলকে ছেড়ে দিলেও ওই নিরাপত্তাকর্মী তাকে টেনে ধরেন এবং চড় মেরে সরিয়ে দেন। পেছন থেকে ছুটে আসা এক স্বেচ্ছাসেবকও রাহুলকে জড়িয়ে ধরা ব্যক্তিকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এরপর রাহুলের নেতৃত্বে মোটর সাইকেলের বহর ভিড়ের মধ্যেই সামনে এগোতে শুরু করে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক ভিডিওতে এই ভোটার অধিকার যাত্রার বিভিন্ন অংশে রাহুলের দিকে অনেককেই ছুটে আসতে এবং তাদেরকে সরাতে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীদের গলদঘর্ম হতে দেখা গেছে। কেউ কেউ দৌড়ে এসে রাহুলকে ছুঁয়ে দেখতে চায়। অনেকে ছুটে এসে রাহুলের সঙ্গে হাত মেলাতে চেষ্টা করেন, কংগ্রেস নেতা তাদের নিরাশ করেন। ঘিরে ধরা অনেকের কারণে এক পর্যায়ে রাহুলের মোটরসাইকেল আটকা পড়ে, তবে অল্প সময়ের মধ্যে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই ‘ভোটার অধিকার যাত্রা’ ২০ জেলার এক হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। ১ সেপ্টেম্বর পাটনায় গিয়ে যাত্রাটি শেষ হওয়ার কথা। রোববারের যাত্রার বিভিন্ন পর্বে রাহুলের সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কড়া সমালোচনা করেছেন। ভাগলপুরে এক সমাবেশে যাদব বলেন, “এটাই হতে যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শেষ নির্বাচন। তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আপনারা কি আসল মুখ্যমন্ত্রী চান না নকল? আমাদের সকলেরই পরিবর্তনের জন্য ভোট দেওয়া ও ঐক্যবদ্ধ হওয়া জরুরি।” বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে আরজেডি-র এ নেতা বলেন, তাদের আন্দোলনের উদ্দেশ্যই হচ্ছে শাসক সরকারের বিরুদ্ধে ‘সবাইকে সঙ্গে নেওয়া’।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, তিনি ২৯ অগাস্ট বিহারে রাহুল গান্ধীর এই ভোটার অধিকার যাত্রায় যোগ দেবেন। “রাহুল গান্ধী বিহারে একটি যাত্রা শুরু করেছেন। আমি ২৯ অগাস্ট তাতে যোগ দিতে যাচ্ছি,” সাংবাদিকদের এমনটাই বলেছেন কংগ্রেসের এই নেতা।
Leave a Reply