এনএনবি : পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করেছে রাশিয়া। রাতভর কয়েকটি রুশ বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্র হামলার নিশানা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। রোববার ইউক্রেইন তাদের স্বাধীনতা দিবস উদযাপনের সময় এ হামলা হয়। বিবিসি’র খবরে বলা হয়, হামলার ঘটনায় বিদ্যুৎকেন্দ্রে ধরে যাওয়া আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি বলে টেলিগ্রামে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রটির প্রেস সার্ভিস।
তারা আরও জানায়, বিস্ফোরণে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। রাশিয়ার লেনিনগ্রাদের একটি বন্দরেও আগুন নেভাতে দমকলকর্মী পাঠানো হয়েছে। সেখানে আছে রাশিয়ার একটি বড় জ্বালানি রপ্তানি টার্মিনাল। আঞ্চলিক গভর্নর বলেছেন, প্রায় ১০ ইউক্রেইনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এই ড্রোন হামলার বিষয়ে ইউক্রেইন কোনও মন্তব্য করেনি। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, তারা পারমাণবিক স্থাপনায় হামলায় আগুন লাগার খবরের বিষয়ে অবগত। সংস্থাটির মহাপরিচালক বলেছেন, প্রতিটি পারমাণবিক স্থাপনাই সব সময় সুরক্ষিত রাখা প্রয়োজন। আইএইএ বারবারই রাশিয়া এবং ইউক্রেইন দুই পক্ষকেই যুদ্ধে পারমাণবিক স্থাপণাগুলো ঘিরে সবচেয়ে বেশি সংযত থাকার আহ্বান জানিয়ে আসছে। রোববার ইউক্রেইনের স্বাধীনতা দিবস পালনের দিন রাশিযা তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হওয়ার অভিযোগ তুলল। ওদিকে, স্বাধীনতা দিবসের এই দিনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বক্তব্যে দেশের স্বাধীনতার জন্য লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
Leave a Reply