কাগজ প্রতিবেদক ॥ ত্যাগী-পরীক্ষিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল ও শহর বিএনপির পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাদ। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপু, যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুল রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জোহা জাহিদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মোল্লা,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অতি দ্রুত মেয়াদোত্তীর্ণ কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল করে শহর বিএনপির পুনঃনির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply