কাগজ প্রতিবেদক ॥ সড়ক দুর্ঘটনায় আহত কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর নিবাসি মাহাতাব উদ্দিন (চাঁদ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ এনাম মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত শনিবার দুপুরে উপজেলা মোড়ে সড়ক দূর্ঘটনায় মারাত্বকভাবে আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকালই ঢাকা নিয়ে যাওয়া হয়। চাঁদ একসময় মোটর সাইকেল মেকানিক ছিলেন এবং মোটরসাইকেল মেকানিক হিসেবে অনেকের পরিচিত। গতকাল রবিবার বাদ মাগরিব পুর্ব মজমপুর সাদ্দাম বাজার জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্ব্যকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply