এনএনবি : ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিরস্ত্র হওয়া এবং সব জিম্মিকে মুক্তি দিতে রাজি না হলে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি মন্ত্রিসভা আন্তর্জাতিক নিন্দা-সমালোচনা উপেক্ষা করে গাজা সিটিতে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা অনুমোদনের পর কাটজ এ মন্তব্য করলেন। তিনি বলেন, ইসরায়েলের শর্ত না মানলে হামাসের ওপর নরকের দ্বার খুলে যাবে। সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়। প্রস্তাবটির আওতায় যুদ্ধবিরতির ওই সময়ের মধ্যে গাজায় আটক থাকা অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহু বলেন, তিনি সব জিম্মির মুক্তি এবং গাজা যুদ্ধের অবসান ইসরায়েলের কাছে ‘গ্রহণযোগ্য শর্তে’ হওয়া নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের ধারণা, ২২ মাস যুদ্ধের পর গাজায় আটক ৫০ জন জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছে। ইসরায়েলের গণমাধ্যম এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আলোচনার জন্য প্রতিনিধিদের পাঠানো হবে একবারে বৈঠকের স্থান চূড়ান্ত হলে। বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদরদপ্তর পরিদর্শনে গিয়ে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমি নির্দেশ দিয়েছি যেন অবিলম্বে সব জিম্মির মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। “গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা অনুমোদন করতে আমি এখানে এসেছি। দুটি বিষয়– হামাসকে পরাজিত করা এবং সব জিম্মির মুক্তি একসঙ্গেই চলুক। নেতানিয়াহুর বক্তব্যকেই আরও জোরাল করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “খুব শিগগির গাজার হত্যাকারী ও নিপীড়ক হামাসের মাথার ওপর নরকের দুয়ার খুলে যাবে—যতক্ষণ না তারা যুদ্ধ শেষের জন্য ইসরায়েলের শর্ত মেনে নিচ্ছে, বিশেষ করে সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং নিজেদের নিরস্ত্র না করছে।
“তারা রাজি না হলে হামাসের রাজধানী গাজা সিটির পরিণতি হবে রাফা এবং বেইত হানুনের মতো।” দুটো এলাকাই ইসরায়েলের সামরিক অভিযানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযান শুরুর আগে গাজা সিটির ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এমন কোনও পদক্ষেপ তারা মেনে নেবে না। জাতিসংঘ বলছে, গাজা সিটিতে “অবিরাম বোমাবর্ষণে” প্রচুর বেসামরিক মানুষ হতাহত হচ্ছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোও জানিয়েছে, তারা সেখানে থেকে যাবে, যাতে যারা যেতে পারবে না কিংবা যেতে চাইবে না তাদের সহায়তা দেওয়া যায়। জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি গত মাসে সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাস্তবে রূপ নিচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে হামাসের আকস্মিক হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। হামাসের ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এরপর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ১৯২ জন নিহত হয়েছে, যা জাতিসংঘ ও অন্যান্য সংস্থা সবচেয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান হিসেবে উদ্ধৃত করে।
Leave a Reply