1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:50 am

বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

  • প্রকাশিত সময় Saturday, August 23, 2025
  • 93 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ আসন্ন আইসিসি নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ।চূড়ান্ত দলে দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিমের স্থান জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটক রুবাইয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।এর আগে টি২০ দলে খেলা রুবাইয়া এখনো পর্যন্ত ওয়ানডেতে সুযোগ পাননি। ব্যাট হাতে স্কোর করার পাশাপাশি উইকেটের পিছনে নিয়মিত ভাল পারফর্ম করার পুরস্কার হিসেবে তিনি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। তরুণ প্রতিভা ১৭ বছর বয়সী নিশিতার ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সুমাইয়া গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেছেন। টপ অর্ডার ব্যাটিংয়ে ইতোমধ্যেই নিজের প্রতিভার জানান দিয়েছেন সুমাইয়া। এ বছর বাংলাদেশ এমার্জিং দলের হয়ে দারুন পারফর্ম করেছেন। একইসাথে ঘরোয়া আসরেও তিনি নিজেকে প্রমান করেছেন।বিসিবি উইমেন্স উইংয়ে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেছেন, ‘কঠোর পরিশ্রম করেই রুবাইয়া দলে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি ছিল দুর্দান্ত। রিজার্ভ কিপার ও ব্যাক-আপ ওপেনার হিসেবে সে সেরা পছন্দ হতে পারে। নিশিতার বয়স এখনো কম, কিন্তু বোলিংয়ে সে নিজেকে প্রমান করেছে। ধারাবাহিকতা ও চাপের মধ্যে শান্ত থাকার দারুন প্রতিভা তার মধ্যে রয়েছে। স্পিন আক্রমনে তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। সুমাইয়া প্রায়শই দলে জায়গা পাবার দ্বারপ্রান্তে ছিল। ফিল্ডিংয়ে সে পারদর্শী।’বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার। টুর্নামেন্ট সূচী : (বাংলাদেশের ম্যাচ) অনুশীলন ম্যাচ : (কলম্বো) ২৫ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, কলম্বো ক্রিকেট গ্রাউন্ড ২৭ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা, আর. প্রেমাদাসা স্টেডিয়াম
গ্রুপ পর্ব :

২ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, কলম্বো

৭ অক্টোবর : ইংল্যান্ড বনাম বাংলাদেশ, গৌহাটি

১০ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, গৌহাটি

১৩ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ভিশাকাপত্তম

১৬ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ভিশাকাপত্তম

২০ অক্টোবর : শ্রীলংকা বনাম বাংলাদেশ, নেভি মুম্বাই

২৬ অক্টোবর : ভারত বনাম বাংলাদেশ, নেভি মুম্বাই

নক আউট পর্ব :

২৯ অক্টোবর : প্রথম সেমিফাইনাল, কলম্বো অথবা গৌহাটি

৩০ অক্টোবর : দ্বিতীয় সেমিফাইনাল, নেভি মুম্বাই

২ নভেম্বর : ফাইনাল, নেভি মুম্বাই অথবা কলম্বো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640