এস, এস,সি ব্যাচ ‘৮৮’বন্ধুদের উদ্যোগে জমকালো আয়োজনে সংবর্ধনা
কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট)’র সাবেক ভিপি বিশিষ্ট ছাত্রনেতা, কুষ্টিয়ার কৃতি সন্তান ব্যারিষ্টার তারিক বিন আজিজ বলেছেন, বাংলাদেশে বিশেষ করে কুষ্টিয়ায় এস,এস,সি ব্যাচ ৮৮’ গঠন করে এস, এস, সি ব্যাচ’র ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। ২০০৩ সালে গঠিত এ সংগঠনটি আজকে মহিরু হিসেবে দাঁড়িয়ে আছে। বন্ধুদের মধ্যে কোন ভেদাভেদ নেই। কোন চেয়ার নেই। কে কি করে সেটা দেখার বিষয় নয়। এখানে একটাই পরিচয়, সেটি হচ্ছে বন্ধু।

শুক্রবার সন্ধায় ব্যাচ ৮৮’র আয়োজনে কুষ্টিয়া রাইফেলস ক্লাবে এক নান্দনিক পরিবেশে সংমর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বন্ধু ব্যারিষ্টার তারিক বিন আজিজ এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিষ্টার তারিক বিন আজিজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু দিক নিদের্শনা মুলক বক্তব্য রেখে বলেন, আপন ভাই এমনকি পরিবারের কাছে যে কথা বলা যায় না সে কথা বন্ধুর কাছে অত্যান্ত আপন করে বলা যায়। তিনি বলেন, আজকে আমাদের বয়স হয়েছে। এখনও আমরা এ ভাবে আজকে মিলিত হতে পেরেছি এটাই বড় কথা। বন্ধুদের এমন আয়োজনে আমি অত্যান্ত পুলোকিত, গর্বিত। দীর্ঘ সময়ে লন্ডনে থাকলেও আমার মনটা ছিল বাংলাদেশের এই কুষ্টিয়ায়। ‘ ব্যাচ-৮৮’ কে একটি প্রাতিষ্ঠানিক রুপে দেখতে চাই। একদিন আমরা থাকবো না এ সংগঠনটি থাকবে। এমন কিছু নিয়ে আমাদের বন্ধুদের ভাবনায় আনতে হবে। তা হলে সকল বন্ধুরা এক সুতোয় থাকতে পারবো। তিনি বলেন, জীবনে একটা সময় আসবে আমাদের সকলের যখন কথা বলার লোক পাওয়া যাবে না। আমরা বন্ধুরা যদি এক বন্ধনে আবদ্ধ থাকতে পারি। তা হলে পরিণত বয়সে যেয়েও কথা বলার লোক খুঁজতে হবে না। তাই বন্ধুরা কখনও কাউকে ছেড়ে যেও না। বন্ধুত্ব থাকুক অটুক এই প্রত্যাশা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন। এর আগে উপস্থিত সকল বন্ধুদের ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন ব্যারিষ্টার তারিক বিন আজিজ। বন্ধুদের মধ্যে কয়েকজন অনুষ্ঠানে তাদের অনুভুতি প্রকাশ করেন। বন্ধু তারিককে শুভেচ্ছা জানান। এর পর ব্যাচ ৮৮’র গেঞ্জি,ক্রেষ্ট উপহার প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বন্ধু ইয়ারুল, জয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম জেড ও জগলু। আলোচনা সভা শেষে বন্ধু ইমতিয়াজ হাসান স্বপনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। কুষ্টিয়া রাইফেলস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়া, মিরপুরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ব্যাচ ৮৮’র বন্ধুরাও অংশগ্রহন করেছিলেন।
Leave a Reply