কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (কঈঈও) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বি গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় জুবায়েদ রিপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়াস্থ তমিজ উদ্দিন সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় তমিজ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাব্বির মোঃ কাদেরী সবু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ ফুল দিয়ে জুবায়েদ রিপনকে শুভেচ্ছা জানান। এসময় উপ¯ি’ত ছিলেন, তমিজ উদ্দিন সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি ছমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ রহমান, সাংগাঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, মামুন অর রশিদ, অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, সহকারী অর্থ সম্পাদক রাজন, প্রচার সম্পাদক চয়ন আহম্মেদ, লিংকন, সাগরসহ সমিতির সদস্য মাহাতাব উদ্দিন লালন, মাসুদ, সুমন, শিমুল, হৃদয়সহ প্রমুখ। উল্লেখ্য, জুবায়েদ রিপন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি, বিএডিসি নিবন্ধিত বিশিষ্ট বীজ ব্যবসায়ী।
Leave a Reply