1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:55 am

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশিত সময় Friday, August 22, 2025
  • 33 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চমবারের মত ওয়ানডে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা।আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে হারিয়েছিল অসিদের। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ বাকী থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এর আগে ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।আজ ম্যাককেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটিতে দলের শুরুর চাপ দূর করেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিটস্কি। জর্জি ৩৮ রানে ফেরার পর চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৮৯ রানের জুটিতে দলকে ভাল অবস্থায় নেন ব্রিটস্কি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হওয়ার আগে ৭৮ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন ব্রিটস্কি। এই ইনিংস খেলার পথে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে প্রথম চার ইনিংসেই হাফ-সেঞ্চুরির করার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।৩ চার ও ১ ছক্কায় ৭৪ রানে থামেন স্টাবস। শেষ দিকে ওয়াইন মুল্ডারের ২৬ ও কেশব মহারাজের অপরাজিত ২২ রানে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৪৯ দশমিক ১ ওভারে ২৭৭ রান করে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ৩টি উইকেট নেন।জবাবে পেসার লুঙ্গি এনগিডির বোলিং তোপে ৩৭ দশমিক ৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে দলের হয়ে একমাত্র হাফ-সেঞ্চুরির জুটি গড়েন জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন। ৩৫ রানে গ্রিন থামলেও ৭৪ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৭ রান করেন ইংলিশ।গ্রিন ও ইংলিশ ছাড়া অস্ট্রেলিয়ার আর কোন ব্যাটারই ২০এর ঘরে পা রাখতে পারেননি।৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার এনগিডি। ৬৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। আগামী ২৪ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640