এনএনবি : ভারতের উত্তরাখ-ে শ্রেণিকক্ষে শিক্ষকের মারা চড়ের প্রতিশোধ নিতে লাঞ্চবক্সের ভেতর লুকিয়ে পিস্তল এনে তা দিয়ে ওই শিক্ষককে গুলি করেছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। বুধবার উধম সিং নগর জেলায় বেসরকারি গুরু নানক স্কুলে এ গুলির ঘটনা ঘটে। আহত শিক্ষক গঙ্গাদীপ সিং কোহলিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপারেশনের পর তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে এনডিটিভি। হামলাকারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে, তার পিস্তলও জব্দ হয়েছে। পুলিশ জানিয়েছে, পদার্থবিজ্ঞানের শিক্ষক কোহলি দিনকয়েক আগে এক শিক্ষার্থীকে চড় মেরেছিলেন। বুধবার সেই শিক্ষার্থী তার টিফিন বক্সে করে পিস্তল নিয়ে আসে এবং কোহলিকে পেছন থেকে গুলি করে। গুলিটি পিঠ দিয়ে ঢুকে কোহলির ঘাড়ে আটকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার অস্ত্রোপচার হয়। কোহলির চিকিৎসার তত্ত্বাবধানে থাকা ড. মায়াঙ্ক আগারওয়াল পরে জানান, আহতের শরীর থেকে সফলভাবে গুলিটি সরানো হয়েছে। তিনি বলেন, কোহলির অবস্থা স্থিতিশীল এবং আরও পর্যবেক্ষণ শেষে তাকে শিগগিরই নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হবে। যে শিক্ষার্থী গুলি চালিয়েছে তার নাম সামারাথ বাজওয়া বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে এক বিরতির সময় সে তার লাঞ্চবক্স থেকে পিস্তল বের করে গুলি চালায়, সেসময় কোহলি শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন।
গুলি করার পর বাজওয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অন্য শিক্ষকরা তাকে আটকে পুলিশে হস্তান্তর করেন। পুলিশ এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তার কাছে পিস্তল কীভাবে গেল তাও খতিয়ে দেখছে তারা।
Leave a Reply