1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:55 am

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশিত সময় Thursday, August 21, 2025
  • 92 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ জিতলেই অসিদের বিপক্ষে বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডেতে সিরিজ জয়ের স্বাদ নিবে প্রোটিয়ারা। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছে না অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচে স্পিনার কেশব মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে আইডেন মার্করাম ৮২, অধিনায়ক তেম্বা বাভুমা ৬৫ ও ম্যাথু ব্রিটস্কি ৫৭ রান করেন।জবাবে মহারাজের স্পিন বিষে ৪০.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক ও ওপেনার মিচেল মার্শের ৮৮ রানের লড়াকু ইনিংস বৃথা যায়। ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন মহারাজ।দুর্দান্ত বোলিং পারফরমেন্সের আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন মহারাজ। শ্রীলংকার মহেশ থিকশানা (৬৭১ রেটিং) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০ রেটিং) টপকে সিংহাসনে উঠেন মহারাজ (৬৮৭ রেটিং)।সিরিজের দ্বিতীয় ওয়ানডে নিয়ে মহারাজ বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। সর্বশেষ চার সিরিজেও আমরা জিতেছি। এবার পঞ্চমবারের মত সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে দল।’হার দিয়ে সিরিজ শুরু করলেও, ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। ওয়ানডেতে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে অসিরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি চান স্বাগতিক অধিনায়ক মিচেল মার্শ।তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভাল পারফরমেন্স করতে পারিনি। তিন বিভাগেই আমরা খারাপ খেলেছি। ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি প্রয়োজন। আশা করছি পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল এবং সিরিজে সমতা আনবে।’সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রায়েনের। অভিষেকেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ম্যাচ অফিসিয়ালসরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ফলে সিরিজের শেষ দুই ম্যাচে সুব্রায়েন খেলবে না বলে নিশ্চিত করেছেন প্রোটিয়াদের কোচ শুকরি কনরড।ওয়ানডেতে এখন পর্যন্ত ১১১ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার ৫৬ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়া জিতেছে ৫১ ম্যাচে। বাকী ৩ ম্যাচ টাই ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়।অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, কুপার কনোলি, ম্যাট কুনেমান এবং এডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640