1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 12:19 pm

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর হামলার ঘটনায় যা বলছে ছাত্রদল

  • প্রকাশিত সময় Wednesday, August 20, 2025
  • 94 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীকে (২৩) রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের পিছন গেটে তাকে মারপিট করা হয়। এতে তিনি মাথায় ও বুকে গুরুত্বর আঘাত পান। আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের(সন্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব। তার সমর্থকদের দাবি কলেজ হোস্টেলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারপিট করেছে। এদিকে এই হামলার ঘটনায় রাতেই বিবৃতি দিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। যৌথ বিবৃতিতে তারা বলেন,কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের আশেপাশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া সরকারি কলেজ কমিটির সাবেক একজন নেতার সাথে অজ্ঞাত কিছু বিপদগামী শিক্ষার্থীদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা মর্মাহত। কুষ্টিয়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দাসহ অনতিবিলম্বে সংশ্লিষ্ট ঘটনার সাথে সরাসরি জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। যৌথ বিবৃতিতে জেলার সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা আরো বলেন,অপরাধী কোনো নির্দিষ্ট দলের বা গোত্রের হয় না। অপরাধী যেই হোক না কেনো আমরা তার শাস্তি দাবি করছি?
তবে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে, এই ঘটনাকে কেন্দ্র করে কোনো গুপ্ত সংগঠন যেনো তাদের চিরাচরিত অপরাজনীতি কায়েম করতে না পারে। এই ঘটনা নিয়ে কাউকে অপরাজনীতি করতে দেয়া যাবে না। ঘটনায় যারা সরাসরি জড়িত আছে তাদের আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি। সেইসাথে ঘটনায় জড়িত না থাকলে তাদের হয়রানি না করার বিশেষ আহবান জানাচ্ছি।
হামলায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন,হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রমাণ এখনো পাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না। আশা করি, প্রশাসনও এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640