এনএনবি : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট-সমর্থিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় অন্তত ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বেনি ও লুবেরো এলাকায় সম্প্রতি কয়েক দিনে এই হত্যাকা- ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা। কঙ্গোর সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র লেফটেন্যান্ট এলঙ্গো কিয়োন্ডোয়া মার্ক বলেছেন,কঙ্গো বাহিনীর কাছে সাম্প্রতিক সময়ে পরাজয়ের পর প্রতিশোধ নিতে এডিএফ বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। লুবেরো এলাকার বাপেরে সেক্টরের প্রধান ম্যাকেয়ার সিভিকুনুলা বলেন, “তারা (বিদ্রোহীরা) প্রথমে গ্রামবাসীদের ঘুম থেকে তুলে এক জায়গায় জড়ো করে, দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর দা ও কুড়াল দিয়ে নির্বিচারে হত্যা করে।” কেবল মেলিয়া গ্রামেই প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানান স্থানীয় সামরিক প্রশাসক আলাইন কিউওয়ে। “শিশু ও নারীদের গলা কেটে হত্যা করা হয়েছে, বেশ কয়েকটি বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে,” বলে জানান তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (এমওএনইউএসসিও) ৯ থেকে ১৬ অগাস্টের মধ্যে ঘটে যাওয়া এই হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মিশনের মুখপাত্র বলেছেন, নিহত ৫২ জনের মধ্যে আটজন নারী ও দুই শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি কঙ্গো ও উগান্ডার সেনারা একযোগে অভিযানে নেমেছে এডিএফ-এর বিরুদ্ধে। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে একই গোষ্ঠী এক পূর্ব কঙ্গোর গির্জায় হামলা চালিয়ে অন্তত ৩৮ জনকে হত্যা করেছিল।
Leave a Reply