এনএনবি : ভারতে মুম্বাইয়ের জনসমাগমস্থলে কবুতরকে খাওয়ানো নিষিদ্ধ করে আদালতের নির্দেশ বিতর্কের জন্ম দিয়েছে। নগর কর্তৃপক্ষ, জনস্বাস্থ্যকর্মী ও পাখিপ্রেমীদের মধ্যে বিষয়টি বিস্ফোরণন্মুখ পরিস্থিতি সৃষ্টি করেছে। চলতি মাসে দুইবার পুলিশের সঙ্গে শত শত মানুষের সংঘর্ষ হয়েছে কয়েকদশক পুরনো একটি কবুতরখানা (কবুতরকে খাওয়ানোর স্থান) বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে। এক পর্যায়ে প্রতিবাদকারীরা সেখানে টাঙানো ত্রিপল ছিঁড়ে ফেলেন এবং অনশন ধর্মঘটের হুমকি দেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, অন্য এক বিক্ষোভে প্রায় ১৫ জনকে আটকও করে পুলিশ।
স্বাস্থ্যঝুঁকি থেকেই নিষেধাজ্ঞা: কর্তৃপক্ষ বলছে, কবুতরের বিষ্ঠা থেকে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে মারাত্মক রোগ ছড়ানোর আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু মুম্বাই নয়। বিশ্বের অন্যান্য দেশ, যেমন- ইতালির ভেনিসে ঐতিহাসিক চত্বরে কবুতরকে খেতে দেওয়া নিষিদ্ধ। সিঙ্গাপুরে কবুতর খাওয়ানোর জন্য বড় অঙ্কের জরিমানা করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনেও নির্দিষ্ট এলাকায় কড়াকড়ি রয়েছে। ভারতেও মহারাষ্ট্র রাজ্যের (রাজধানী মুম্বাই) পুনে ও থানেতে কবুতর খাওয়ানোর ওপর জরিমানা আরোপ করা হয়েছে। তাছাড়া, ভারতের রাজধানী দিল্লিও জনসমাগমস্থলে কবুতর খাওয়ানো বন্ধের বিষয়ে ভাবছে। সাংস্কৃতিক ঐতিহ্য বনাম স্বাস্থ্য: তবে এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছে প্রাণীপ্রেমীদের, বিশেষ করে ধর্মীয় কারণে যারা কবুতরকে খাওয়ানো নিজেদের কর্তব্য মনে করেন। ভারতীয় সংস্কৃতিতে কবুতরের উপস্থিতি বহু পুরনো। চলচ্চিত্রেও প্রায়ই দেখা যায় শহরের দৃশ্যপটে কবুতরকে খাওয়ানোর দৃশ্য। মুম্বাইয়ের বহু কবুতরখানা ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। এগুলোর উৎপত্তি হয়েছিল মূলত দাতব্যস্থান হিসেবে, যেখানে মানুষজন শস্য দান করতে পারে। কবুতর খাওয়ানোর পেছনে ধর্মীয় ভাবাবেগও আছে। মুম্বাইয়ের জৈন সম্প্রদায় কবুতর খাওয়ানোকে পুণ্যের কাজ মনে করে। তারাই সবচেয়ে বেশি প্রতিবাদে সরব। দিল্লির বাসিন্দা সাঈদ ইসমত বললেন, তিনি ৪০ বছর ধরে কবুতর খাওয়াচ্ছেন। তার কথায়, “ওরা একেবারেই অবলা। সম্ভবত সব প্রাণীদের মধ্যে সবচেয়ে নিষ্পাপ। একটু সদয় হলে ওরা বেঁচে থাকে।” কিন্তু গবেষণা বলছে, কবুতরের বিষ্ঠার দীর্ঘস্থায়ী সংস্পর্শ শ্বাসযন্ত্রের নানা রোগের ঝুঁকি বাড়ায়। সম্প্রতি কয়েক বছরে ভারতের শহরাঞ্চলে কবুতরের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এই আশঙ্কা আরও বেড়েছে। দিল্লি-ভিত্তিক জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ফাইয়াজ খুদসর বলেন, সহজে খাবার পেয়ে বহু দেশে কবুতরের প্রজনন বেড়ে গেছে। শিকারি না থাকায় কবুতরের প্রজনন দ্রুত বাড়ছে এবং তাদের সংখ্যা অন্য শহুরে পাখিদের ছাড়িয়ে যাচ্ছে। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। ‘স্টেট অব ইন্ডিয়াজ বার্ডস ২০২৩’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে ভারতে কবুতরের সংখ্যা বেড়েছে ১৫০ শতাংশেরও বেশি—সবচেয়ে বড় উল্লম্ফন। একটি কবুতর বছরে গড়ে প্রায় ১৫ কেজি মলত্যাগ করে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কবুতরের বিষ্ঠায় অন্তত সাত ধরনের রোগজীবাণু থাকে, যা নিউমোনিয়া, ছত্রাক সংক্রমণ থেকে শুরু করে মানুষের ফুসফুস ক্ষতিগ্রস্ত করতে পারে। রোগের দৃষ্টান্ত: ৭৫ বছর বয়সী দিল্লির নির্মল কোহলি কয়েক বছর আগে দীর্ঘমেয়াদি কাশি ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। তার ছেলে জানান, সিটি স্ক্যানে ফুসফুসের অংশ সঙ্কুচিত হয়ে গেছে বলে ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন, কবুতরের বিষ্ঠার সংস্পর্শে আসাই এর কারণ। বিবিসি জানিয়েছে, গত বছর দিল্লির এক ১১ বছরের ছেলে কবুতরের বিষ্ঠা ও পালকের দীর্ঘস্থায়ী সংস্পর্শে হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিসে আক্রান্ত হয়ে মারা যায়। ফুসফুস বিশেষজ্ঞ আর এস পাল বলেন, “এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। আপনি সরাসরি কবুতরকে না খাওয়ালেও, বারান্দা বা জানালায় জমা হওয়া বিষ্ঠা থেকেও এ রোগ হতে পারে।”
এই স্বাস্থ্যঝুঁকির কারণেই মুম্বাই সিটি করপোরেশন গত মাসে কবুতর খাওয়ানো নিষিদ্ধ করেছে এবং কবুতরখানা ভাঙার উদ্যোগ নিয়েছে। যদিও আপাতত ভাঙার কাজ স্থগিত, তবে মুম্বাই হাইকোর্ট জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
দিল্লির মেয়র রাজা ইকবাল সিং বিবিসি-কে বলেছেন, “পাখিপ্রেম মানুষের স্বাস্থ্যের বিনিময়ে হতে পারে না। খাওয়ানোর জায়গাগুলো অস্বাস্থ্যকর হয়ে দুর্গন্ধ, সংক্রমণ ও পোকামাকড়ের জন্ম দেয়।” কিন্তু প্রাণীপ্রেমীদের মতে, সঠিক স্বাস্থ্যবিধি মানলে কবুতর খাওয়ানো বিপজ্জনক নয়। দিল্লির শস্য সরবরাহকারী মোহাম্মদ ইউনুস বলেন, “১৫ বছর ধরে কবুতরের মধ্যে আছি, কিন্তু কিছু হয়নি।” মুম্বাইয়ের এক জৈন সন্ন্যাসী বিবিসি-কে বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হলে হাজার হাজার কবুতর অনাহারে মারা যাবে। ওদিকে, প্রাণী অধিকারকর্মী মেঘা উনিয়াল বলেন, “আসলে কর্তৃপক্ষ নিজেরাই জানে না কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।” এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ (পেটা) ইন্ডিয়ার উজ্জ্বল আগ্রেন প্রস্তাব দিয়েছেন, সকালে ও বিকালে নির্দিষ্ট সময়ে কবুতর খাওয়ানোর অনুমতি দেওয়ার। তিনি বলেন, “এতে কর্তৃপক্ষ জায়গা পরিষ্কার করতে পারবে, স্বাস্থ্যও রক্ষা হবে, আবার আবেগও অক্ষুণ্ণ থাকবে।” হাইকোর্টও এ বিষয়ে বিকল্প প্রস্তাবের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। তবে কবুতরপ্রেমী সৈয়দ ইসমতের মতে, সমাধান খুঁজতে হলে শহর ও প্রকৃতির সম্পর্ক নতুন করে ভাবতে হবে। তার কথায়, “হয়ত এখন সময় এসেছে শহর ভাগ করে নেওয়ার কথা নতুন করে ভাবার। কেবল কবুতরের সঙ্গে নয়, সব জীবের সঙ্গে।”
Leave a Reply