এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই বৈঠকের আগের মুহূর্তেও ইউক্রেইনজুড়ে চলছে রাশিয়ার হামলা। জেলেনস্কি রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন। বৈঠকে বসতে চলার আগে দিয়ে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভখ্লাদিমির পুতিন কূটনৈতিক প্রচেষ্টা হেয় করতে চান। ইউক্রেইনজুড়ে রাশিয়ার নিষ্ঠুর হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি রাতে খারকিভেও রাশিয়ার হামলার নিন্দা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি লেখেন, “রাশিয়া আজ (সোমবার) ওয়াশিংটনে যুদ্ধ অবসান নিয়ে বৈঠত হওয়ার কথা জানে। তারপরও তারা আজ সকালে খারকিভ, জাপোরিঝিয়া, সুমি ও ওডেশা অঞ্চলে হামলা চালিয়েছে। “সবকিছুর পরও রাশিয়ার যুদ্ধযন্ত্র মানুষের জীবনহানি করে যাচ্ছে। ইউক্রেইন এবং ইউরোপকে চাপে রাখতে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে হেয় করতে পুতিন দেখিয়ে দেখিয়ে হত্যাযজ্ঞ করে যাবেন। “সেকারণেই আমরা এই হত্যা অবসানে সহায়তা চাইছি। এজন্যই নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। আর একারণেই রাশিয়ার পুরস্কৃত হওয়া উচিত নয়।” ইউক্রেইনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া রাতে ১৪০ টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৮ টি ভূপাতিত করা হয়েছে। কৃষ্ণসাগরের ওডেসা বন্দরে একটি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। জাপোরিঝিয়ায় অরেক হামলায় তিনজন নিহত এবং ২৩ জন আহত হওয়ার খবর জানিয়েছে আঞ্চলিক প্রধান কর্মকর্তা। খারকিভে আবাসিক এলাকায় রাশিয়ার ড্রোন হামলাতেও শিশুসহ ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার আঞ্চলিক প্রধান কর্মকর্তা।
Leave a Reply