কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাড়খাদা উত্তরপাড়া এলাকায় উঠান বৈঠক করা হয়েছে। সোমবার বিকেলে বাড়খাদা উত্তরপাড়া এলাকার সোহাগ হোসেন বাড?িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব কে এম জাহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য বারখাদা উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীর হাফিজ লালু। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য শাহারিয়া ইমন রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য সাইদুর রহমান রুবেল, সোহাগ আলী, তাসলিমা খাতুন, এস এম আশরাফ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, ১২ বছর হয়ে গেল এই এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এই এলাকায় উন্নয়নের ছোয়া লাগেন। এখন পর্যন্ত এই এলাকা পানিতে ডুবে থাকে, সড়কের বেহাল দশা, রেড লাইট নেই ও মাদকের ছেয়ে গেছে এলাকা। এসময় কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, আমরা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আজ আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের এলাকার সব সমস্যা শুনলাম ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব।
Leave a Reply