কাগজ প্রতিবেদক ॥ পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজ থেকে গোয়ালন্দ পর্যন্ত নদীর চ্যানেলে আদালতের নির্দেশ উপেক্ষা করে স্বশস্ত্র অবস্থায় দুটি পয়েন্টে অবৈধ ভাবে এ নৌপথে চলাচলরত ট্রলার ও পণ্যবাহি নৌকা থেকে মোটা অংকের চাঁদা উত্তোলন করায় আতংকিত হয়ে পড়েছে তিন জেলার নদী পাড়ের মানুষ। জানা যায়, হার্ডিঞ্জ ব্রীজ থেকে গোয়ালন্দ পদ্মা নদীর চ্যানেলে বিভিন্ন পণ্যবাহি ট্রলার, নৌকা থেকে সরকারী বিধি অনুযায়ী টোল আদায়ের জন্য বি আই ডব্লিউ টি এ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ইজারাদার আবু সাইদ খান মুল ৩ কোটি ৭৫ লাখ টাকার বিনিময়ে ইজারা গ্রহন করেন। ইজারাগ্রহনের পর থেকে ভেড়ামারা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে প্রকৌশলী কাঁকন ও শিলাইদহ ঘাট এলাকায় কালুবাহিনীসহ বিভিন্ন পয়েন্টে স্বশস্ত্র অবস্থায় সন্ত্রাসী চক্র ইজারাদার আবু সাইদ খানকে নদীতে না নামার হুমকি প্রদান করে জোরপুর্বক চাঁদা উত্তোলন করে চলেছে। সুত্রটি জানিয়েছে, আবু সাইদ খান ইজারা পাওয়ার পর তার কার্যাদেশ পাওয়ার কথা ২০২৪ সালের জুলাই মাসে। কিন্তু বি আই ডব্লিউ টি এ’ তৎকালীন কর্তৃপক্ষ কৌশলে ইজারাদারকে নির্দেশিত কার্যাদেশ না দিয়ে আজ কাল বলে ২০২৪ সালের ৭ নভেম্বর কার্যাদেশ প্রদান করেন। তাও দখল বুঝে না দিয়ে। এ অবস্থায় নিজের প্রায় ৪ কোটি টাকা পানিতে যাচ্ছে ভেবে নদীতে টোল আদায়ের জন্য নদীতে নামেন ইজারাদার আবু সাইদ খান। এ অবস্থায় কাঁকন বাহিনী ইজারাদার আবু সাইদ খানের লোকজনের উপর স্বশস্ত্র অবস্থায় ট্রলার যোগে হামলা-হুমকি-ধামকি দিয়ে নদী থেকে তুলে দেয়। প্রকৃত ইজারাদার হয়েও নদীর চ্যানেল থেকে কোন প্রকার টোল তুলতে না পারায় কয়েক দফা, লক্ষিকুন্ডা নৌ পুলিশ ও বি আই ডাব্লিউ টি এ, কর্তৃপক্ষকে জানান ইজারাদার আবু সাইদ খান। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে বি আই ডাব্লিউ টি এ কর্তৃপক্ষ এ সব কর্তপাত করে না। এক পর্যায়ে অসহায় হয়ে আবু সাইদ খান ঢাকা যুগ্ম জেলা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক আবু ইউছুফ’র আদালতে গত ২০২৫ সালের ২১ এপ্রিল ক্ষতিপুরণসহ ৪ কোটি ৯০ লাখ টাকার একটি দেওয়ানী মামলা দায়ের করেন। মামলা নং দেং ২০৩২/২০২৫। উক্ত আবেদনের প্রেক্ষিতে আদালত দীর্ঘ শুনানীন্তে গত ২০২৫ সালের ৭ জুলাই এই মর্মে আদেশ দেন যে, বাদি পক্ষ কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের বিরুদ্ধে বিবাদি পক্ষ কর্তৃক আপত্তি দাখিল করত শুনানীন্তে আদেশ না হওয়া পর্যন্ত বিবাদি পক্ষ কর্তৃক ১৭/৪/২০২৫ ইং তারিখে প্রচারিত বিজ্ঞপ্তি মুলে কোন কার্যক্রম না নেয়ার জন্য এবং উক্ত সময়ের মধ্যে বাদীকে নালিশী তফশিল বর্ণিত ঘাট হতে বে দখল না করা এবং টোল আদায়ে বাধা সৃষ্টি না করার জন্য ১-৪ নং বিবাদীকে নিদের্শ প্রদান করেন। বিজ্ঞ আদালতের এ নিদের্শকে উপেক্ষা করে পদ্মার ত্রাস কাঁকন বাহিনী ও শিলাইদহের কালু বাহিনী গত কয়েক মাস যাবত অস্ত্রের মুখে কোটি কোটি টাকা চাঁদা উত্তোলন করে চলেছে। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, গভীর নদীতে সন্ত্রাসী চক্রের এ চাঁদাবাজীতে সহযোগীতা করে লক্ষিকুন্ডা নৌপুলিশ। নদী পথে সাধারণ জেলে, ছোট খাট মালামাল নিয়ে যাতায়াতকারী নৌযান চালকেরাও ছাড় পায় না তাদের হাত থেকে। কেউ চাঁদা দিতে অস্বিকার করলে তার উপর চলে নির্যাতন। কখনও কখনও নদীর পাশে কাশবনের পাশে ভিড়িয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নিয়ে নৌকা ডুবিয়ে দেয়া হয় নদীতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্যাতনকারী জানিয়েছেন, গত কয়েক মাস যাবত এ সন্ত্রাসী চক্রের দাপটে তারা সর্বহারা হয়ে পড়েছেন। কেউ চাঁদা না দিয়ে নৌকায় কয়েক বোঝা বিছালি নিয়েও যেতে পারছে না। দিনে যেমন তেমন রাতের দৃশ্য আরও ভয়াবহ বলে জানিয়েছেন। রাতে কোন ভাবেই এ চ্যানেল দিয়ে ছোট-বড় নৌকা যেতে পারে না। রাতের আলোয় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ধারালো দা-বড় বড় হাসুয়া হাতে নিয়ে ওই সন্ত্রাসী চক্র টহল দিয়ে থাকে। এ অবস্থায় কেউ চাঁদা না দিয়ে গেলে তার আর উপায় থাকে না। নির্ধারিতের চেয়ে কয়েকগুণ বেশি চাঁদা দেয়ার পাশাপাশি নৌকায় খাদ্য-খাবার যা থাকে তাও ছিনিয়ে নেয়া হয়। এ ব্যাপারে ইজারাদার আবু সাইদ খান জানান, আমি একজন সাধারণ ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সরকারী কোষাগারে টাকা দিয়ে এ চ্যানেলে ব্যবসা করে আসছি। কিন্তু প্রায় ৪ কোটি টাকা দিয়েও বি আই ডাব্লিউ টি এ থেকে ইজারা নিয়ে গত কয়েক মাস যাবত ওই সন্ত্রাসী চক্র আমাকে ও আমার লোকজনদের অস্ত্রের মুখে তুলে দিয়ে আদালতের নির্দেশকে উপেক্ষা করে চাঁদা উত্তোলন করে চলেছে। তিনি জানান, এ বিষয়ে আমি কয়েক দফায় বি আই ডাব্লিউ টি এ পোর্ট অফিসার ও লক্ষিকুন্ডা নৌপুলিশের সহযোগীতা চেয়েছি কিন্তু কোন সাড়া পায়নি। এখন আমি সর্বহারা। প্রায় এক বছর হতে চললো আমার ইজারাকৃত টাকার ২৫ পয়সাও উঠেনি। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সু-বিচার চেয়েছেন। হাার্ডিঞ্জ ব্রীজ থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর চ্যানেলে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন চাঁদাবাজী চলছে সে ব্যাপারে কথা বলতে বি আই ডাব্লিউ টি এ পোর্ট অফিসার সেলিম শেখের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। নৌরুটে এমন স্বশস্ত্র অবস্থায় চাঁদাবাজী চলছে আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সে বিষয়ে কথা হয় লক্ষিকুন্ডা নৌপুলিশ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের সাথে। তিনি জানান, আমি নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানি না। উল্লেখিত চ্যানেলটি নৌ চ্যানেল কিনা সে বিষয়ে তিনি উল্টো জানতে চান প্রতিবেদকের কাছে। বিষয়টি তিনি জেনে এবং খোঁজ খবর নিয়ে পরে জানাবেন বলে জানিয়েছেন। বর্তমান সরকার যখন চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। ঠিক তখন কুষ্টিয়া ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রীজ টু গোয়ালন্দ পর্যন্ত প্রকৃত ইজারাদারকে অস্ত্রের মুখে তুলে দিয়ে দিন-রাত স্বশস্ত্র অবস্থায় ট্রলার নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী চলছে সে বিষয়ে কারো কোন মাথা-ব্যাথা নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
Leave a Reply