কাগজ প্রতিবেদক ॥ শহরের পুলিশ লাইনের সামনে শ্যামলী নাইট কোচের ধাক্কায় এক মটরসাইকেল আরোহি নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম জিয়াউর রহমান তার বয়স ৪৫ বছর। সুত্র জানায়, শহরের কাজ শেষ করে মঙ্গলবাড়িয়া বাজারের সিমেন্ট ব্যবসায়ী জিয়াউর রহমান বাড়ীর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে হাজীর গলীর মুখে পৌছালে পেছন থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ধাক্কায় রাস্তায় সিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, শ্যামলী পরিবহনের ধাক্কায় সিমেন্ট ব্যবসায়ী জিয়াউর রহমান মারা যান। মজমপুর গেট থেকে শ্যামলী পরিবহন গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply