এনএনবি : আলাস্কায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও বাড়তি শুল্ক চাপতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সিদ্ধান্ত নির্ভর করবে শুক্রবারের ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফলের ওপর। বুধবার ব্লুমবার্গ টিভিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক চাপিয়েছি। পরিস্থিতি ভাল না গেলে এই সেকেন্ডারি শুল্ক বা নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে।” চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার শাস্তিস্বরূপ ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ২৪ ঘণ্টার মধ্যে আরও বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেইনের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা কোর চেষ্টা চালিয়ে আসছে। বুধবার ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, মস্কো শান্তিচুক্তিতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। শুক্রবার আলাস্কার অ্যাংকারিজে ট্রাম্প ও পুতিনের ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে বৈঠক করার কথা রয়েছে। তার আগে দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বেসেন্ট বলেছেন, “ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করছেন, আর ইউরোপীয়রা পাশে বসে পরামর্শ দিচ্ছেন, তার কী করা উচিত বা কীভাবে করা উচিত। “ইউরোপীয়দেরও আমাদের সঙ্গে এইসব নিষেধাজ্ঞা আরোপে যোগ দেওয়া দরকার। এসব সেকেন্ডারি নিষেধাজ্ঞা চাপানোর বিষয়ে ইউরোপীয়দের ইচ্ছা থাকা দরকার।” ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে সস্তা রুশ তেল আমদানি বাড়ায় ভারত। ২০২১ সালে যে তেল আমদানি ছিল ৩ শতাংশ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ভারতের মোট তেল আমদানির ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশে। ভারতের রেুশ তেল কেনার এ প্রবণতা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ককে টানাপোড়েনে ফেলেছে এবং চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা বিঘিœত হয়েছে। ভারত তাদের রুশ তেল কেনার পক্ষে যুক্তি দিয়ে বলেছে, বড় জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে সস্তা জ্বালানি কিনে কোটি কোটি গরিব ভারতীয়কে মূল্যবৃদ্ধির চাপ থেকে রক্ষা করা তাদের দায়িত্ব।
Leave a Reply