এনএনবি : ইউরোপীয় ইউনিয়নের ২৬টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেইনের জনগণের অবশ্যই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকতে হবে এবং একটি কূটনৈতিক সমাধানে অবশ্যই ইউক্রেইনীয় ও ইউরোপীয়দের স্বার্থের সুরক্ষা দিতে হবে। সোমবার রাতে গৃহীত ও মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে নেতারা বলেন, “অর্থবহ আলোচনা কেবল যুদ্ধবিরতি বা শত্রুতা হ্রাসের প্রেক্ষাপটেই সম্ভব।” তারা আরও বলেন, “আমরা এ বিষয়ে একমত যে কূটনৈতিক সমাধান অবশ্যই ইউক্রেইন ও ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।” রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য দেশের নেতারা এই বিবৃতির বক্তব্য সমর্থন করলেও হাঙ্গেরি এতে সই করেনি। ইউক্রেইন যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। যুদ্ধ বন্ধ করতে ইউক্রেইন ও রাশিয়াকে ‘একে অপরের কাছে কিছু ভূখ- ছেড়ে দিতে হবে’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, বৈঠকে পুতিনের সঙ্গে এ বিষয়টি নিয়েই কথা বলবেন।
ট্রাম্প-পুতিনের বৈঠককে সামনে রেখেই ওই বিবৃতিটি দিয়েছেন ইউরোপীয় নেতারা। ইউরোপীয় দেশগুলো মনে করে, আলাস্কার বৈঠকে রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোকে নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়তে হতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় ও প্রাণঘাতী সংঘাত। এই যুদ্ধে ধীরে ধীরে অগ্রগতি লাভ করতে থাকা রাশিয়া বর্তমানে ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখ- অধিকার করে আছে।
Leave a Reply