1. nannunews7@gmail.com : admin :
August 13, 2025, 1:51 pm
শিরোনাম :

ওয়াশিংটন ডিসি পুলিশের নিয়ন্ত্রণ নিয়েছেন ট্রাম্প, মোতায়েন করছেন ন্যাশনাল গার্ড

  • প্রকাশিত সময় Wednesday, August 13, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৮০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করছেন এবং সাময়িকভাবে শহরটির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের ট্রাম্পের এই দাবিকে ‘খুবই অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, এ পদক্ষেপ নিতে গিয়ে ট্রাম্প ওয়াশিংটন ডিসির নির্বাচিত নেতাদেরও পাশ কাটিয়েছেন, যা তার দ্বিতীয় মেয়াদের ধরনের প্রতিনিধিত্ব করে। এই মেয়াদে তিনি প্রচলিত রাজনৈতিক রীতিনীতির অবজ্ঞা করে নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করছেন যার নজির যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে তেমন একটা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে আইনহীনতার কথিত ঢেউ থেকে ‘উদ্ধার’ করতে তার পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করছেন। কিন্তু পরিসংখ্যান দেখাচ্ছে, ওয়াশিংটন ডিসিতে ২০২৩ সালে সহিংস অপরাধ বেড়ে যাওয়ার পর থেকে তা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, “আমাদের রাজধানী শহর সহিংস অপরাধী দল ও রক্তপিপাসু অপরাধীতে ছেয়ে গেছে।” এই রিপাবলিকান প্রেসিডেন্ট চলতি গ্রীষ্মে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডেমোক্র্যাট শাসিত একটি শহরে সেনা মোতায়েন করলেন। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যের ক্ষেত্রে সাধারণত গভর্নররা সিদ্ধান্ত নেন কখন তারা নিজ এলাকায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবেন। কিন্তু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করতে অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজমের অনুমোদন নেননি ট্রাম্প। এই পদক্ষেপের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মার্কিন আইন লঙ্ঘন করেছেন কি না, তা নির্ধারণ করতে সোমবার স্যান ফ্রান্সিসকোতে একটি ফেডারেল বিচার শুরু হয়েছে।
আর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ডেমোক্র্যাট নেতৃত্বের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোর ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। যার মধ্যে শিকাগোও আছে; এই শহরটি দীর্ঘদিন ধরে সহিংস অপরাধে জর্জরিত হয়ে আছে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসে শিকাগোর অপরাধের হার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “যদি প্রয়োজন হয়, আমরা একই কাজ শিকাগোতেও করবো, যা একটি বিপর্যয়। আশা করি এল.এ. (লস অ্যাঞ্জেলেস) দেখতেছে।” নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্পের আইন-শৃঙ্খলা বিষয়ক এজেন্ডাগুলোতে প্রায়ই বর্ণবাদের আভাস থাকতো। এ সময় শহরাঞ্চলের ব্যাপক অপরাধ সম্পর্কে বলতে গিয়ে তিনি প্রায়ই ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ শহর বাল্টিমোর, শিকাগো এবং ওয়াশিংটন ডিসির প্রসঙ্গে টেনে আনতেন। এই সবগুলো শহরেই বিশাল সংখ্যক কৃষ্ণাঙ্গ মানুষ বসবাস করেন। গত কয়েকদিনে ওয়াশিংটন ডিসিতে এক ডজনেরও বেশি ফেডারেল সংস্থার শত শত কর্মকর্তা ও গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। নগরীর পুলিশ বিভাগ অধিগ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি পুলিশ বাহিনীর তত্ত্বাবধান করবেন।
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা ২৭০০ জনেরও বেশি। নগরীর এই বাহিনীটির ওপর প্রেসিডেন্টের বিস্তৃত কর্তৃত্ব রয়েছে।
ওয়াশিংটন ডিসির ডেমোক্র্যাটিক গভর্নর মিউরিয়াল বাউজার ট্রাম্পের ‘অনিয়ন্ত্রি সহিংসতার’ দাবি আমলে না নিয়ে বলেছেন, “রাজধানী শহরটি অপরাধ বাড়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে না।” ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে ওয়াশিংটন ডিসিতে আগের বছরের একই সময়ের তুলনায় সহিংস অপরাধ ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640