বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে \ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাগরীবের নামাজের পর আলমডাঙ্গা পৌর জামায়াতের অফিসে আয়োজিত এই সেমিনারে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও যুবসমাজ অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল বলেন, ইতিহাস সাক্ষী, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা ছিল অনন্য। তাই আজকের সমাজ পরিবর্তনেও যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, যদি জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকার সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে যুবসমাজ নানা অবহেলা ও অন্যায়ের শিকার, অথচ নবী করিম (সা.) যুবকদেরকে সর্বাধিক গুরুত্ব ও সম্মান দিতেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি আদর্শ নেতৃত্ব প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।সেমিনারটি সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ হাসান।
Leave a Reply