এনএনবি : পর্বতারোহীদের আকৃষ্ট করার চেষ্টায় নেপাল আগামী দুই বছর উত্তরপশ্চিম হিমালয়ের দুর্গম প্রায় ১০০ শৃঙ্গ আরোহণে ফি নেবে না বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। চীন সীমান্তবর্তী অনুন্নত ওই এলাকাগুলোতে পর্বতারোহীদের নিয়ে যেতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, সোমবার বলেছেন তিনি। নেপালে ৪৯১টি চূড়ায় আরোহণের অনুমতি থাকলেও পর্বতারোহীদের নজর থাকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলের সুপরিচিত ২৫টি চূড়ার দিকে। প্রতিবছর কয়েকশ পর্বতারোহী এভারেস্টে চূড়ার চেষ্টা করেন। দেশটির পর্যটন বিভাগের কর্মকর্তা হিমল গৌতম জানান, কার্নেলি ও সুদূরপশ্চিম প্রদেশের যে ৯৭টি চূড়ার আরোহণ ফি মওকুফের সিদ্ধান্ত হয়েছে সেগুলোর উচ্চতা ৫ হাজার ৮৭০ মিটার থেকে শুরু করে ৭ হাজার ১৩২ মিটারের মধ্যে। দুর্গম এলাকার তুলনামূলক ছোট পর্বতগুলোকে পরিচিত করানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “অনাবিষ্কৃত কিন্তু মনোরম এলাকা ও পাহাড়চূড়ায় যেতে পর্বতারোহীরা উৎসাহিত হবেন এ ভাবনা থেকেই এটা করা হয়েছে,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন গৌতম। নেপাল সম্প্রতি তাদের অধিকাংশ পর্বত আরোহণের ফি বাড়িয়েছে। ছোট পাহাড়গুলোর ক্ষেত্রে এই ফি আড়াইশ ডলার থেকে বাড়িয়ে সাড়ে তিনশ ডলার করা হয়েছে; এভারেস্টের ফি আগের ১১ হাজার ডলার থেকে বেড়ে হয়েছে ১৫ হাজার ডলার। সেপ্টেম্বর থেকেই কর্তৃপক্ষ পর্বতারোহীদের কাছ থেকে এ নতুন ফি আদায় করবে। গৌতম বলেছেন, কিছু চূড়ায় আরোহণের অনুমতিপত্রের ফি প্রত্যাহার নেপালের স্বল্পোন্নত অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে এবং পর্যটন খাতের প্রসারে সহায়তা করবে। নেপালে যাওয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্রেই থাকে পর্বত আরোহণ ও ট্রেকিং। অর্থ সঙ্কটে থাকা দক্ষিণ এশীয় দেশটির আয় এবং কর্মসংস্থানেও এগুলোই অন্যতম প্রধান উৎস।
Leave a Reply