কাগজ প্রতিবেদক ॥ একুশে সংবাদের জেলা প্রতিনিধি শফিকুর রহমানের নাতি ও কুষ্টিয়ার কাগজ, জিটিভির ক্যামেরাপার্সন শরিফুল ইসলামের ভাগ্নে সুয়াদের চুতর্থ জন্মদিন পালিত হয়েছে। গতকাল সন্ধায় কোর্টপাড়া সুখনগর এলাকায় শফিকের বাড়ীতে এক আনন্দঘণ পরিবেশে এ জন্মদিনে বাড়ীর ক্ষুদে সদস্যদের সমন্বয়ে কেক কেটে সুয়াদের মুখে তুলে দেয়া হয়। সুয়াদ শফিক কন্যা সুজালা ও সিপন মন্ডলের এক মাত্র পুত্র। সে সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply