এনএনবি : মে মাসে চারদিনের সংঘাতে পাকিস্তানের ৫টি যুদ্ধ বিমান এবং আরেকটি সামরিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ৭ থেকে ১০ মে পর্যন্ত হওয়া সংঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নয়া দিল্লির পক্ষ থেকে দাবি করা হলেও পাকিস্তানি বিমান ভূপাতিত করা নিয়ে ভারতের শীর্ষ পর্যায়ের কেউ গত কয়েক মাসে কোনো মন্তব্য করেননি। এ পি সিং-ই প্রথম এ ধরনের দাবি করলেন। বেশিরভাগ বিমানই ভূপাতিত হয়েছে রাশিয়ার বানানো এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দিয়ে। ইলেকট্রনিক ট্র্যাকিং তথ্যে এ বিমানগুলো ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, বলেছেন তিনি। “অন্তত ৫টি যুদ্ধবিমান আর একটি বড় এয়ারক্রাফট, হতে পারে নজরদারি বিমান ভূপাতিত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি,” নজরদারি বিমানটি ৩০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছে দাবি করে বলেন বিমান বাহিনী প্রধান। “এখন পর্যন্ত ভূমি থেকে এত দূরত্বে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার এটাই সর্বোচ্চ রেকর্ড,” এ পি সিংয়ের এ বক্তব্যের সময় বিমান বাহিনীর কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা, সরকার ও বিভিন্ন খাতের কর্মকর্তাসহ উপস্থিতদের বিপুল করতালি দিতে দেখা গেছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধানের এ মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানি সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত পাকিস্তানের যে যুদ্ধবিমানগুলো ভূপাতিত করেছে বলে দাবি করেছে, সেগুলো কী ধরনের বিমান তিনি সে সম্বন্ধেও কিছু বলেননি।
পাকিস্তান সাধারণত চীনের বানানো যুদ্ধবিমান ব্যবহার করে, তাদের কাছে অল্প কিছু মার্কিন এফ-১৬ও আছে। ইসলামাবাদ এর আগে ভারতের সঙ্গে সংঘর্ষে কোনো যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করেছিল।
উল্টো তাদের দাবি ছিল, তারাই ফ্রান্সের বানানো একটি রাফালে যুদ্ধবিমানসহ ভারতের ছয়টি বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারত তাদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে।
পরে ফ্রান্সের বিমান বাহিনীর প্রধান জেরোম বেলাঞ্জে কিছুদিন আগে বলেছিলেন, ৭-১০ মে’র সংঘাতে একটি রাফালেসহ তিনটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে প্রমাণ দেখেছেন তিনি। তার এ ভাষ্যের ব্যাপারে ভারতের বিমান বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply