দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আলহাজ¦ মো. আমিরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে নিজ বিভাগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত ও বিদায়ী শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলহাজ্ব মো. আমিরুল ইসলাম। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রফিজ উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. মাহফুজুল আলম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহাদ আলী নয়ন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক স. ম. সরওয়ার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. রাশেদুজ্জামান রাসেল, বিএম শাখার বিভাগীয় প্রধান মোছা. নাহিদা আক্তার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ববি লিনা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমান ও সোনিয়া নাহিদ এবং দৌলতপুর কলেজের অফিস সহকারী মো. মনিরুল ইসলাম ও দৌলতপুর কলেজের প্রাক্তন ছাত্র সাদ্দাম হোসেন। পবিত্র কোরআন তোলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবুল কালাম আজাদ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. শরীফুল ইসলাম। আবেগঘন বক্তব্যে সকলে বিদায়ী শিক্ষকের অবসরকালীন জীবনের সুস্থতা ও মঙ্গলকামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শেষে বিদায়ী ও সংবর্ধিত শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ সহ অন্যান্য বিভাগের শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা।
Leave a Reply