এনএনবি : নির্বাচিত বেসামরিক সরকারের বিরুদ্ধে ২০২১ সালে হওয়া অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট হওয়া এবং তাৎক্ষণিকভাবে ক্ষমতা সামরিক বাহিনীর হাতে হস্তান্তর করা মিইন্ট সুয়ে মারা গেছেন। গত বছরের জুলাইতে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের হাতে দায়িত্বভার দিয়ে চিকিৎসাজনিত ছুটিতে গিয়েছিলেন তিনি। ৭৪ বছর বয়সী সাবেক এ জেনারেল বৃহস্পতিবার সকালে হাসপাতালে মারা যান, মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত সম্প্রচারমাধ্যম এমআরটিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাড়ে চার বছর আগের অভ্যুত্থানের সময় বেসামরিক সরকারের ‘ডি ফ্যাক্টো’ নেতা নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির পাশাপাশি সে সময়ে প্রেসিডেন্টের পদে থাকা উইন মিইন্টকেও গ্রেপ্তার করা হয়েছিল। এর পরপরই প্রেসিডেন্টের দায়িত্বে চলে আসেন মিইন্ট সুয়ে। সু চি ও উইন মিইন্ট এখনও বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
২০২১ সালের ওই অভ্যুত্থানের পর টালমাটাল সময় পার করা দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এখন গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে প্রাণপণে লড়তে হচ্ছে, তাদের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে ব্যাপক বর্বরতা চালানোরও অভিযোগ উঠেছে।
মিয়ানমার সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রেসিডেন্টের দায়িত্বে আসার আগে মিয়ানমারের আধা-বেসামরিক শাসন ব্যবস্থায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন মিইন্ট। বিভিন্ন ডিক্রি পাস করাতে এবং এক ধরনের ছদ্ম বৈধতা দেখাতে জান্তাকে তার ওপর অনেকটাই নির্ভর করতে হয়েছিল।
গত বছরের জুলাইয়ে তিনি চিকিৎসাজনিত ছুটিতে যান, দায়িত্বভার দিয়ে যান জান্তা প্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার মিন অং হ্লাইয়েং হাতে।
চলতি বছরের শেষ নাগাদ মিয়ানমারে নির্বাচন আয়োজনে গত সপ্তাহে সামরিক বাহিনী একটি বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এরপরও যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা এখনও সামরিক বাহিনীর প্রধান হ্লাইংয়ের হাতে, যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ অনেকগুলো পদ একসঙ্গে সামলাচ্ছেন।
Leave a Reply