1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:22 am
শিরোনাম :
শাকিবের প্রসঙ্গ আসতেই এড়িয়ে গেলেন বুবলী সেই নারী ভক্তকে চিঠিতে যা লিখেছিলেন সালমান শাহ রান্না জানেন না, তবু ‘রান্নাবাটি’র নায়ক ঋত্বিক পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

ঝাড়খ-ের তিনবারের মুখ্যমন্ত্রী, ‘দিশোম গুরু’ শিবু সরেনের মৃত্যু

  • প্রকাশিত সময় Wednesday, August 6, 2025
  • 98 বার পড়া হয়েছে

এনএনবি : আদিবাসী গোষ্ঠী থেকে আগত ভারতের অন্যতম প্রভাবশালী নেতা, পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খ-ের তিনবারের মুখ্যমন্ত্রী শিবু সরেন মারা গেছেন।
কিডনিজনিত অসুস্থতায় দিল্লিতে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল; স্ট্রোক হওয়ার পর গত মাসেই ৮১ বছর বয়সী এ সাঁওতাল নেতাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
৪০ বছরেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী শিবু সরেন ঝাড়খ- মুক্তি মোর্চার (জেএমএম) অন্যতম প্রতিষ্ঠাতা। বিহার ভেঙে আদিবাসী অধ্যুষিত ঝাড়খ- রাজ্য প্রতিষ্ঠায় এই জেএমএম অগ্রণী ভূমিকা পালন করেছিল।
তিনি তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
প্রভাবশালী এ আদিবাসী নেতার ছেলে হেমন্ত সরেন এখন ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী; সোমবার তিনিই বাবার মৃত্যুসংবাদ দেন। “আমাদের প্রিয় দিশোম গুরু আমাদের ছেড়ে চলে গেছেন, আমি পুরোপুরি নিঃস হয়ে গেলাম,” এক্সে এমনটাই লিখেছেন হেমন্ত, যেখানে শিবুকে চেনানো হয়েছে সাঁওতালরা তাকে যে নামে ডাকে, সেই ‘দিশোম গুরু’ হিসেবে, সাঁওতালি ভাষায় যার অর্থ ‘মহান নেতা’।
সাঁওতালরা ভারতের সর্ববৃহৎ আদিবাসী গোষ্ঠী।
শিবু সরেনের মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির পক্ষ থেকে একের পর এক শোকবার্তা দেওয়া শুরু হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রভাবশালী এ সাঁওতাল নেতার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, শিবু সরেন ছিলেন এমন ‘এক তৃণমূলের নেতা যিনি মানুষের প্রতি অগাধ আস্থা রেখে ধাপে ধাপে জনজীবনের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত’ হয়েছিলেন।
১৯৪৪ সালে জন্ম নেওয়ার পর শিবু সরেন এখনকার ঝাড়খ-ের ছোট্ট একটি গ্রামে বেড়ে উঠেন, সেসময় ঝাড়খ- ছিল বিহারের অংশ।
বিহারের দক্ষিণের জেলাগুলো নিয়ে আদিবাসীদের জন্য আলাদা একটি রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন জেএমএম।
২০০০ সালে ঝাড়খ- রাজ্য হিসেবে মর্যাদা পাওয়ার পর শিবু আঞ্চলিক রাজনীতিতে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন।
২০০৪ সালে কংগ্রেসের মন্ত্রিসভায় কেন্দ্রীয় কয়লামন্ত্রীর দায়িত্ব পান তিনি, কিন্তু একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় কয়েক মাস পরই ওই পদ ছেড়ে দিতে হয় তাকে। জামিন পাওয়ার পর অবশ্য ওই বছরই ফের মন্ত্রীর দায়িত্বভার নেন তিনি।
ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী হতে ২০০৫ সালে আবারও মন্ত্রীর পদ ছাড়েন, কিন্তু রাজ্যের বিধানসভায় তার দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় ১০ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয় তাকে। একই বছর তাকে আবারও কয়লা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু কিছুদিন পর ফের পদত্যাগ করতে হয় তাকে, ১৯৯৪ সালে নিজের ব্যক্তিগত সহকারী শশীনাথ ঝা’কে অপহরণ ও হত্যার সঙ্গে যোগসাজশের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায়। ২০১৮ সালে অবশ্য এ অভিযোগ থেকে অব্যাহতি মেলে তার।
৮ বার লোকসভায় এবং দুইবার রাজ্যসভায় নির্বাচিত এমপি শিবু সরেন গত ১৯ জুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। সেখানেই সোমবার মৃত্যু হল তার। মৃত্যুর সময়ও তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।
তার মৃত্যুর পর দেওয়া শোকবার্তায় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ প্রভাবশালী সাঁওতাল নেতা শিবু সরেনকে ঝাড়খ- সৃষ্টির আন্দোলনের ‘মূল নেতা’ আখ্যা দিয়েছেন।
“তিনি ছিলেন সত্যিকারের এক কিংবদন্তি নেতা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যার প্রগাঢ় উৎসাহ ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ী,” এক্সে দেওয়া পোস্টে এমনটাই লিখেছেন রমেশ।
মহারাষ্ট্রের প্রভাবশালী দল শিবসেনার (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, “ঝাড়খ-ের মানুষের কাছে তিনি ঈশ্বরের চেয়ে কম ছিলেন না।”
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব একসময় আলাদা ঝাড়খ- রাজ্য প্রতিষ্ঠার ঘোর বিরোধী ছিলেন। পরে অবশ্য শিবু সরেনের সঙ্গে মিত্রতা হয় তার।
সোমবার শিবুর মৃত্যুর খবর পেয়ে ‘গভীরভাবে শোকার্ত’ হওয়ার কথা জানিয়ে লালু তাকে ‘মহান নেতা’ আখ্যা দিয়ে বলেন, তিনি আদিবাসী জনগণ ও দলিতদের অধিকার প্রতিষ্ঠায় প্রাণপণ লড়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640